কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: পঞ্চায়েতের (Panchayat Poll) আগেই রাজ্যে ছাত্র ভোট? জল্পনা উস্কে দিলেন স্বয়ং শিক্ষামন্ত্রী (Education Minister) । কখন ছাত্র ভোট, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক চাইলেন ব্রাত্য বসু (Bratya Basu) । উড়িয়ে দিলেন না পঞ্চায়েতের আগে ছাত্র ভোটের সম্ভাবনা। 


জল্পনা উস্কে দিলেন স্বয়ং শিক্ষামন্ত্রী: সরকারের মধ্যে আলোচনা শুরু হয়েছে যে ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে। যাদবপুর সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ভোটের দাবিতে আন্দোলন চলছে। তাঁদের দাবি, অবিলম্বে ছাত্র ভোট করাতে হবে। যাদবপুর, প্রেসিডেন্সির মতো বিশ্ববিদ্যালয়ে ৩ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। জেলার কলেজগুলির ক্ষেত্রে ৫-৬ বছর ছাত্র ভোট হয়নি। তাই এবার ভোট করাতে উদ্যোগী সরকার। পঞ্চায়েতের আগে হতে পারে ছাত্র ভোট। এব্যাপারে রাজ্যের শিক্ষা দফতর এবং স্বাস্থ্য দফতর যৌথভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু জানিয়েছেন, ছাত্র ভোটের দিনক্ষণ ঠিক করতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক চেয়েছেন তিনি। ইঙ্গিত দিয়েছেন পঞ্চায়েত ভোটের আগে ভোট করানো যায় কিনা, তা দেখা হচ্ছে। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত। 


কী বললেন ব্রাত্য বসু?


এদিন শিক্ষামন্ত্রী বলেন, "আমি ছাত্র ভোট নিয়ে আশাবাদী। ছাত্র ভোট হবেই। অনেক সমস্যা, প্রোটোকল, অতিমারীর প্রভাব, আমরা পুরোটা কাটিয়ে উঠতে পারিনি। তারপরেও আশাবাদী যে নির্বাচন করতে পারব। এগুলো বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করে না। এটা শিক্ষা দফতর এবং স্বাস্থ্য দফতর যৌথভাবে সিদ্ধান্ত নেবে। রাজ্যে কবে অনুকূল পরিবেশ বা পরিস্থিতি আছে, কোন সময় আমরা নির্বাচন করব তা সিদ্ধান্ত নেবে ওই দুই দফতর। সেটা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক চেয়েছি।'' 



গতবছর ডিসেম্বরে কলকাতা মেডিক্যাল কলেজে প্রতীকী ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা হয়। কর্তৃপক্ষ সাড়া না দেওয়ায়, নিজেরাই ভোট পরিচালনা করেন পড়ুুয়ারা।  বিনায়ক সেন, সুজাত ভদ্র, অম্বিকেশ মহাপাত্র ও বোলান গঙ্গোপাধ্যায়, এই চারজন প্রতীকী ভোটের পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। মেডিক্যাল কলেজের সব পড়ুয়াই ভোট দিতে পারবেন বলে জানানো হয়।। চারটি বর্ষের ৫টি করে মোট ২০টি পদে ভোট হয়। প্রার্থী হয়েছিলেন মোট ৩১ জন। প্রায় একহাজার ভোটার ছিলেন। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনশন করা পড়ুয়া সাবিত হোসেন ও প্রত্যুষকিরণ সরকার প্রার্থী হয়েছিলেন। ছাত্র সংসদের এই ভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেও, অডিটোরিয়াম ব্যবহারের অনুমতি ও পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। 


আরও পড়ুন: Dakshineshwar Shootout: দক্ষিণেশ্বরে শ্যুটআউট, গুলিবিদ্ধ সিভিক ভলান্টিয়ার


Education Loan Information:

Calculate Education Loan EMI