সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যে এবার দশ হাজারের গণ্ডি পেরোতে চলেছে ডেঙ্গি (Dengue)? স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র এই বছরেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার। উদ্বেগ বাড়িয়ে, ৫ নম্বরে রয়েছে কলকাতা। আক্রান্তের নিরিখে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে নদিয়া ও উত্তর ২৪ পরগনা।


বাড়ছে ডেঙ্গি উদ্বেগ: রাজ্যে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যভবন সূত্রে খবর, চলতি বছর এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই। আক্রান্তের নিরিখে প্রথম ৫-এ রয়েছে কলকাতা।গত দেড় মাসেরও বেশি সময় ধরে রাজ্যে দাপট বেড়েছে ডেঙ্গির। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখা যাচ্ছে মশা বাহিত রোগের প্রকোপ।

এই মুহূর্তে, ডেঙ্গি আক্রান্তের নিরিখে, শীর্ষে রয়েছে নদিয়া বৃহস্পতিবার পর্যন্ত এই জেলায় আক্রান্তের সংখ্যা ২৫৩৫।দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা এখানে আক্রান্তের সংখ্যা ২৩৩০।আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে হুগলি এই জেলায় আক্রান্ত হয়েছেন ৮৪৩ জন।৪ নম্বরে রয়েছে মুর্শিদাবাদ।মুর্শিদাবাদে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮৪০।আর ঠিক এরপরই, ৫ নম্বরে রয়েছে কলকাতা।এখনও পর্যন্ত কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৭৮৯ জন।এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে ১৫ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। হাসপাতালে বাড়ছে চিকিৎসাধীন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।

বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে, পুরুষ এবং মহিলা মেডিসিন বিভাগে গিয়ে দেখা গেল বেশিরভাগ রোগীই ডেঙ্গি আক্রান্ত। মশারির মধ্যে রাখা হয়েছে তাঁদের। চিকিৎসক অনির্বাণ দলুই বলেন,“এবার নদিয়াতে কেস বেশি। এমনও দেখা যাচ্ছে গতবার যারা আক্রান্ত হয়েছেন এবারও আক্রান্ত হচ্ছেন। অন্য সেরোটাইপেও এবার আক্রান্ত হতে পারেন।’’ চিকিৎসক অজয়কৃষ্ণ সরকারের কথায়, “এবার যারা ভর্তি হচ্ছে বমি, ডায়রিয়া এই উপসর্গগুলো দেখতে পাচ্ছি’’ এখনও রাজ্যে শেষ হয়নি বর্ষার ইনিংস। এই পরিস্থিতিতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের একাংশের।


দিনকয়েক আগে পশ্চিম বর্ধমানের আসানসোলে মৃত্য়ু হয়েছে অবিনাশ সাউ নামে বছর কুড়ির ডেঙ্গি আক্রান্ত এক কলেজ ছাত্রর। আসানসোলের বিবি কলেজের স্নাতকের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। মৃতের পরিবারের দাবি, দু-তিন দিন ধরে জ্বর ছিল। বুধবার তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে সেখানেই মৃত্য়ু হয় তার। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি হেমারেজিক ফিভারের উল্লেখ রয়েছে।


আরও পড়ুন: Congress New Working Committee: নজরে লোকসভা ও পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন, ওয়ার্কিং কমিটিকে ঢেলে সাজাল কংগ্রেস