অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: পুজোর মুখে দক্ষিণেশ্বর- নিউ গড়িয়া (Dakshineshwar-New Garia) মেট্রোয় (Kolkata Metro) রেকর্ড যাত্রী। দৈনিক আয়ের অঙ্ক ১ কোটি টাকা ছুঁল। ২০২০-র জানুয়ারির পর দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া রুটে এই ছবি। মেট্রো রেল সূত্রে খবর, ২৯ সেপ্টেম্বর মেট্রোয় চড়ছেন ৭ লক্ষ ১০ হাজার যাত্রী। ২৮ সেপ্টেম্বর যাত্রীর সংখ্যা ছিল ৬ লক্ষ ৭০ হাজার। যাত্রী বেড়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোতেও (East-West Metro)। সেক্টর ফাইভ-শিয়ালদা রুটেও রেকর্ড যাত্রী হয়েছে। ২৮ সেপ্টেম্বর ৪২ হাজার ও ২৯ সেপ্টেম্বর ৪২ হাজার ৭০০ যাত্রী মেট্রোয় চড়েছেন।


দক্ষিণেশ্বর- নিউ গড়িয়া রেকর্ড যাত্রী: ২০২০ সালের মার্চ মাসে এরাজ্যে হানা দিয়েছিল করোনাভাইরাস। বন্ধ হয় মেট্রোর যাত্রী পরিষেবা। মাস খানেক পরিস্থিতির খানিকটা উন্নতি হয়। দীর্ঘ সময় শুধুমাত্র যাঁদের স্মার্টকার্ড আছে তাঁরাই মেট্রোতে চড়তে পারতেন। ফলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও এই বিপুল পরিমাণ যাত্রী সংখ্যা দেখা যায়নি। উৎসবের মরসুমে কার্যত কোভিড পূর্ববর্তী সময়ের ছবি ধরা পড়ল কলকাতা মেট্রোয়। শুধু ভিড়ই নয় ২০২০-র জানুয়ারির পর এই প্রথম কলকাতা মেট্রোর দৈনিক আয় ছুঁল কোটি। একদিনের ব্যবধানে যাত্রী সংখ্যাও বেড়েছে প্রায় ৪০ হাজার। 


পুজোয় এবার রাতভর চলবে ঠাকুর দেখা। আর থাকল না কোনও চিন্তা। সৌজন্যে কলকাতা মেট্রো। দর্শনার্থীদের কথা ভেবে পুজোর ৩টি দিন সারা রাত চলবে মেট্রো। তবে এই সুবিধা পাওয়া যাবে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া মেট্রোর লাইনে। পুজোর অন্য দিনগুলিতেও পরিষেবার সময় বাড়ানো হয়েছে। পুজোর কথা মাথায় রেখে ইস্ট ওয়েস্ট মেট্রোর সময়-সূচিতেও বদল আনা হয়েছে। 


কবে কতক্ষণ মেট্রো চলবে:



  • নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। দমদম থেকে নিউ গড়িয়া ছাড়বে সকাল ৮টায়। দমদম থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো মিলবে সকাল ৮টা ৫-এ। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া যেতে সকাল ৮টা ১০এ মিলবে প্রথম মেট্রো। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়াগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০ টা ৩৮-এ। নিউ গড়িয়া থেকে দক্ষণেশ্বর শেষ মেট্রো মিলবে ১০টা ৪০-এ। দমদম থেকে নিউ গড়িয়াগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫০-এ। নিউ গড়িয়া থেকে দমদমগামী শেষ মেট্রো ১০ টা ৫০। 

  • সপ্তমী, অষ্টমী, নবমী এই তিনদিন সারা রাত চলবে মেট্রো। দমদম, নিউ গড়িয়া ও দক্ষিণেশ্বের, এই তিনটি স্টেশন থেকেই দুপুর ১টায় শুরু হবে পরিষেবা। দমদম মুখী ও নিউ গড়িয়া মুখী শেষ মেট্রো ছাড়বে ভোর ৪টেয়। অন্যদিকে, দক্ষিণেশ্বর স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে ভোর ৩টে ৪৮-এ। নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে ভোর সাড়ে ৩টেয়।  

  • দশমীর দিন, সমস্ত প্রান্তিক স্টেশন থেকেই, অর্থাত্‍, দক্ষিণেশ্বর, দমদম ও নিউগড়িয়া থেকে পরিষেবা শুরু হবে দুপুর ১টায়। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া শেষ মেট্রো ৯টা ৪৮-এ। নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ৯টা ৫০-এ। নিউ গড়িয়া ও দমদম দুদিক থেকে শেষ মেট্রো মিলবে ১০টায়। 


আরও পড়ুন: Kolkata Metro Puja Timings: পুজোর ৩ দিন রাতভর মেট্রো, কবে-কতক্ষণ মিলবে?