অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: পুজোয় এবার রাতভর চলবে ঠাকুর দেখা। আর থাকল না কোনও চিন্তা। সৌজন্যে কলকাতা মেট্রো। দর্শনার্থীদের কথা ভেবে পুজোর ৩টি দিন সারা রাত চলবে মেট্রো। তবে এই সুবিধা পাওয়া যাবে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া মেট্রোর লাইনে। পুজোর অন্যদিনগুলিতেও পরিষেবার সময় বাড়ানো হয়েছে। পুজোর কথা মাথায় রেখে ইস্ট ওয়েস্ট মেট্রোর সময়-সূচিতেও বদল আনা হয়েছে।
পুজোর দিনগুলোতে রাতভর প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা। উত্তর থেকে দক্ষিণ, যে কোনও দিকে এবার রাতেও সহজেই যাওয়া যাবে। বিকেল থেকে বেরিয়ে ঠাকুর দেখে বাড়ি ফেরার আর চিন্তা নেই। কারণ রাতভর চলবে মেট্রো। দর্শনার্থীদের কথা ভেবে, গত কয়েক বছর ধরে, রাতভর মেট্রো চালাচ্ছে কর্তৃপক্ষ। এবারও তার ব্যতিক্রম হবে না।
মেট্রো রেল কর্তৃপক্ষের বক্তব্য:
মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা বলেন, 'পঞ্চমী-ষষ্ঠীতে ২৮৮টি মেট্রো পরিষেবা দেওয়া হবে। সপ্তমী-অষ্টমী-নবমীতে ২৪৮টি পরিষেবা, দশমীতে ১৩২টি পরিষেবা দেওয়া হবে।'
কবে কতক্ষণ মেট্রো চলবে:
সপ্তমী, অষ্টমী, নবমী এই তিনদিন সারা রাত চলবে মেট্রো। দমদম, নিউ গড়িয়া ও দক্ষিণেশ্বের, এই তিনটি স্টেশন থেকেই দুপুর ১টায় শুরু হবে পরিষেবা। দমদম মুখী ও নিউ গড়িয়া মুখী শেষ মেট্রো ছাড়বে ভোর ৪টেয়। অন্যদিকে, দক্ষিণেশ্বর স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে ভোর ৩টে ৪৮-এ। নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে ভোর সাড়ে ৩টেয়।
পঞ্চমী-ষষ্ঠীতেও সুবিধা:
- পঞ্চমী-ষষ্ঠীতেই কলকাতা ছেয়ে যায় দর্শণার্থীদের ভিড়ে।
- এই দুই দিন সাররাত মেট্রো চালানো না হলেও, পিছনো হয়েছে, শেষ ট্রেন ছাড়ার সময়।
- নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়।
- দমদম থেকে নিউ গড়িয়া ছাড়বে সকাল ৮টায়।
- দমদম থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো মিলবে সকাল ৮টা ৫-এ।
- দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া যেতে সকাল ৮টা ১০এ মিলবে প্রথম মেট্রো।
- দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়াগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০ টা ৩৮-এ।
- নিউ গড়িয়া থেকে দক্ষণেশ্বর শেষ মেট্রো মিলবে ১০টা ৪০-এ।
- দমদম থেকে নিউ গড়িয়াগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫০-এ।
- নিউ গড়িয়া থেকে দমদমগামী শেষ মেট্রো ১০ টা ৫০
দশমীর দিনেও মেট্রো:
- দশমীর দিন, সমস্ত প্রান্তিক স্টেশন থেকেই, অর্থাত্, দক্ষিণেশ্বর, দমদম ও নিউগড়িয়া থেকে পরিষেবা শুরু হবে দুপুর ১টায়।
- দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া শেষ মেট্রো ৯টা ৪৮-এ।
- নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ৯টা ৫০-এ।
- নিউ গড়িয়া ও দমদম দুদিক থেকে শেষ মেট্রো মিলবে ১০টায়।
পুজোর পরেও কয়েকদিন সময়সূচিতে বদল হবে:
- একাদশী, দ্বাদশী, ত্রয়োদশীতেও মেট্রোর সময়সূচিত খানিক বদল।
- এই তিনদিন নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬ টা ৫০-এ।
- দমদম থেকে নিউ গড়িয়া প্রথম ট্রেন সকাল ৬টা ৫০-এ।
- দমদম থেকে দক্ষিণেশ্বরগামী ফার্স্ট ট্রেন ৬টা ৫৫-এ।
- দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া প্রথম ট্রেন সকাল ৭টায়।
- দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়াগামী শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ২৮-এ।
- নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বরগামী লাস্ট ট্রেন সাড়ে ৯টায়।
- দমদম ও নিউ গড়িয়া দুই স্টেশন থেকেই শেষ ট্রেন ৯টা ৪০-এ।
ইস্ট-ওয়েস্ট মেট্রোতেও নজর:
- পুজোর সময় এই মেট্রোতেও রদবদল আসছে।
- সপ্তমী-অষ্টমী-নবমী-দশমী পুজোর ৪দিন, শিয়ালদা থেকে ট্রেন ছাড়বে সকাল ১১টা ৫৫-এ।
- সেক্টর ফাইভ থেকে ছাড়বে বেলা ১২টায়।
- সপ্তমী-অষ্টমী-নবমী এই তিনদিন, শিয়ালদা থেকে লাস্ট মেট্রো ১১টা ৩৫-এ।
- সেক্টর ফাইভ থেকে ১১.৪০-এ।
- দশমীর দিন, শিয়ালদা থেকে শেষ ট্রেন ৭টা ৩৫-এ।
- সেক্টর ফাইভ থেকে ৭টা ৪০-এ।
মেট্রোরেল সূত্রে খবর, ২০১৯ সালে পুজোর সময় প্যাসেঞ্জার হয়ছিল প্রায় ৯ লাখ। এবছর আগের রেকর্ডও ছাপিয়ে যতে পারে বলে অনুমান কর্তৃপক্ষের। তাই স্টেশনে স্টেশনে থাকছে বাড়তি নিরাপত্তা।
আরও পড়ুন: 'যেখানে সিবিআই এগোয়, ইডি-ও এগোয়', কল্যাণময় গ্রেফতারে বিস্ফোরক কুণাল, পাল্টা শমীক