কলকাতা: নবান্ন অভিযানে পুলিশের (police) মারধরের অভিযোগের পাশাপাশি টাকা (money recover) উদ্ধারকাণ্ডেও বিজেপি বিধায়কদের (BJP MLA) সরব হতে নির্দেশ দিয়েছেন  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। পরে সাংবাদিক সম্মেলনে বললেন, '‘শতাধিক তৃণমূল (TMC MLA) বিধায়ক চোরেদের বিরুদ্ধে স্লোগানে আমাদের সঙ্গে গলা মিলিয়েছেন। শাসক শিবিরের বিধায়করা বিরোধীদের আনা প্রস্তাব রাজ্য বিধানসভায় সমর্থন করেছেন। এ ঘটনা দেশের কোনও বিধানসভা, লোকসভায় আগে ঘটেনি।’ বিধানসভায় বিজেপির মুলতুবি প্রস্তাব নিয়ে শুভেন্দুর আরও সংযোজন, ‘আমাদের মুলতুবি প্রস্তাব পড়তে দেওয়া হয়নি।’ তবে এতেই যে তাঁরা থামবেন না, সেটা স্পষ্ট। তিনি জানিয়েছেন, ৪ তৃণমূল নেতার বিরুদ্ধে নথি তুলে ধরা হবে। 


সরব তৃণমূল নেতা...
শুভেন্দুর দাবি, ‘তৃণমূলের বিরুদ্ধে ধাপে ধাপে নথি তুলে ধরা হবে।’ এর পরই কুলতলির তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলের বিরুদ্ধে কথা বলতে শোনা যায় তাঁকে। বলেন, ’কুলতলির তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলের বিরুদ্ধে সবচেয়ে বড় দুর্নীতির অভিযোগ রয়েছে।' বিরোধী দলনেতার দাবি, ১০০ দিনের কাজের হিসেবে দুর্নীতি করেছেন তিনি। ২০১৯ সাল থেকে ২০২১ সালের মধ্যে ৩৯টি অবৈধ সম্পত্তি কিনেছেন। শুভেন্দুর কটাক্ষ, ‘এ সব ডায়মন্ড হারবার মডেলের অন্তর্গত।’ এতেই শেষ নয়। প্রাক্তন তৃণমূল নেতার আরও দাবি, ‘ডায়মন্ড হারবার ১ নম্বরের পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম অধিকারীও ১১টি সম্পত্তি কিনেছেন। ২০১৯ থেকে ’২১-এর মধ্যেই এই সব সম্পত্তি কিনেছেন তিনি।’ তাঁর দাবি, এরকম অন্তত একশো জন তৃণমূল বিধায়ক ও নেতার সম্পত্তির তালিকা পেশ করবেন যাঁদের কার্যালয়ে বসে টাকা নেওয়ার দৃশ্য রয়েছে। সঙ্গে হুঙ্কার, 'তৃণমূলের ৯৯.৯৯ শতাংশ কর্মী যে অসত্‍ তা আমরা প্রমাণ করে দেব।’ বিরোধী দলনেতাকে যে দমানো যাবে না, সে কথা স্পষ্ট বলে দেন তিনি। 


প্রেক্ষাপট...
হালে রাজ্য বিজেপির নবান্ন অভিযান ঘিরে তীব্র অশান্তির সাক্ষী থেকেছে কলকাতা ও হাওড়া। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া ও পাল্টা জলকামান, লঙ্কাগুঁড়োর ছোড়ার অভিযোগে তুমুল শোরগোল পড়ে যায় একাধিক জায়গায়। দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সাঁতরাগাছি। পিটিএস থেকে মিছিল নবান্নের দিকে যাওয়ার আগেই প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। অশান্তিতে জখম হন একাধিক বিজেপি কর্মী, আহত হন পুলিশের আধিকারিকরাও। এদিন সেই ঘটনা নিয়েও কড়া বার্তা দেন শুভেন্দু। বলেন, 'আমার গ্রেফতারের বদলা সাঁতরাগাছিতে কর্মীরা নিয়েছেন।’


আরও পড়ুন:হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে