Xiaomi Smartphone: শাওমি সংস্থা এপ্রিল মাসে চিনে লঞ্চ করেছিল শাওমি ১৩ আলট্রা (Xiaomi 13 Ultra) ফোন। এবার এই ফোন লঞ্চ হতে চলেছে গ্লোবাল মার্কেটে। জানা গিয়েছে, শাওমি ১৩ আলট্রা ফোন গ্লোবাল মার্কেটে আসছে আগামী ৭ জুন। হংকংয়ের পাশাপাশি অন্যান্য দেশেও এই ফোন লঞ্চ হবে। শাওমির হংকং ওয়েবসাইটেই ফোন লঞ্চের দিন প্রকাশিত হয়েছে। তবে গ্লোবাল মার্কেটে এই ফোনের দাম কত হবে তা এখনও জানা যায়নি। কিন্তু এই ওয়েবসাইটের পেজে ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে। হংকং এবং আরও কিছু দেশে লঞ্চের পর আগামী কয়েক সপ্তাহের মধ্যে শাওমি ১৩ আলট্রা ফোন ইউরোপ এবং ভারতে লঞ্চের কথাও শোনা গিয়েছে। সবুজ রঙের শেডে এই ফোন লঞ্চ হতে পারে। Leica ব্র্যান্ডের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। ফোনের ব্যাক প্যানেলে একটি গোলাকার ক্যামেরা মডিউলের মধ্যে সেট করা থাকবে সেনসরগুলি, এমনটাই শোনা গিয়েছে। 


শাওমি ১৩ আলট্রা ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন (চিনে লঞ্চ হওয়া মডেল)



  • এই ফোনে রয়েছে ৬.৭৩ ইঞ্চির AMOLED WQHD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে একটি 4nm octa-core Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট রয়েছে। তার সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১টিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাপোর্ট।

  • শাওমি ১৩ আলট্রা ফোনে Leica ব্র্যান্ডের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের ১ ইঞ্চি IMX989 প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও আরও তিনটি ৫০ মেগাপিক্সেলের IMX858 সেনসর রয়েছে। এই ফোনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 


iQoo Smartphone: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে আইকিউওও নিও ৭ প্রো ৫জি (iQoo Neo 7 Pro 5G) ফোন। এই ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর থাকতে চলেছে। এই ফোন যে ভারতে লঞ্চ হবে তা নিশ্চিত করেই জানিয়েছেন সংস্থার সিইও। নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে ২০ জুন লঞ্চের সম্ভাবনা রয়েছে। কালো রঙে এবং ১৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে আইকিউওও নিও ৭ প্রো ৫জি ফোন। ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। দাম হতে পারে ৩৮ হাজার থেকে ৪২ হাজার টাকার মধ্যে। 


আরও পড়ুন- নিজের হাতে ৮ হাজার গাছকে সন্তানস্নেহে পালন, ১১২ বছরেও কীর্তি গড়ে চলেছেন ভারতের 'বৃক্ষ-মাতা'