কলকাতা: ইডির (ED) ভূমিকায় সন্দেহ প্রকাশের পরে এবার আইওকেই মিথিলেশ কুমার মিশ্রকে সরাল হাইকোর্ট। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী আধিকারিকই অপসারণ করা হল। নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত থেকে সরাতে ইডি অধিকর্তাকে নির্দেশ দিল আদালত।
তদন্তকারী আধিকারিকই সরাল হাইকোর্ট: নিয়োগ দুর্নীতির মামলায় ইডি-কে কড়া ভর্ৎসনা করেছিলেন। আর এবার ইডি-র তদন্তকারী অফিসার মিথিলেশ মিশ্রকে সরিয়েই দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। মামলার IO অর্থাৎ ইনভেস্টিগেশন অফিসার যিনি পদাধিকার বলে ইডির অ্য়াসিস্টান্ট ডিরেক্টর তাঁকে অবিলম্বে নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে সরানোর জন্য ED-র অধিকর্তাকে নির্দেশ দিলেন তিনি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, শুধু এই মামলার তদন্তই নয়, পশ্চিমবঙ্গের কোনও তদন্তের দায়িত্বই তাঁকে দেওয়া যাবে না বলে জানিয়েছেন বিচারপতি। তাঁর জায়গায় অন্য় তদন্তকারী আধিকারিক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন বিচারপতি অমৃতা সিনহা বলেন, "আদালত এই আধিকারিকের ওপর আস্থা হারিয়েছে। তদন্ত যাতে ব্যাহত না হয় তা দেখবেন ED-র ডিরেক্টর।'' পাল্টা ED-র আইনজীবীর সওয়াল, ''উনি মিথিলেশ মিশ্র ভাল কাজ করছেন।'' তখন বিচারপতি সিনহা বলেন, ''অন্য় কোথাও গিয়ে এই ভাল কাজ করুন।'' এদিন আদালতে রিপোর্ট পেশ করে, ED-র আইনজীবী বলেন, ''ED-কে ১৩১ টা মামলার তদন্ত করতে হচ্ছে। এক একজন আধিকারিককে ২২ টা করে মামলা সামলাতে হচ্ছে। আমরা সর্বশক্তি দিয়ে তদন্ত করছি।'' তখন, তদন্তে, আর্থিক লেনদেনের গতিপথ সম্পর্কে জানতে চান বিচারপতি। ED-র আইনজীবী সওয়ালে বলেন, ''আমরা সব পাথর সরিয়ে দেখব। ১০ অক্টোবর বিস্তারিত রিপোর্ট পেশ করা হবে। আমাদের সময় দেওয়া হোক।''
এরপর, বিচারপতি বলেন, "আমি আগেরদিন আপনার তদন্তকারী আধিকারিক মিথিলেশ কুমার মিশ্রর সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি যে, তিনি এই তদন্তের জন্য যোগ্য ব্যক্তি নন।'' এরইমধ্য়ে, আদালতে এদিন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সোশ্য়াল সাইটের ঘোষণার কথা উল্লেখ করেন। যেখানে অভিষেক বলছেন, ED-র দফতর নয়, মঙ্গলবার তিনি দিল্লিতে ঘেরাও কর্মসূচিতে যোগ দেবেন। পারলে তাঁকে আটকে দেখাক। তারই প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা বলেন, ওই দিন অর্থাৎ, ৩ অক্টোবর যেন অনুসন্ধান এবং তদন্ত প্রক্রিয়া কোনওভাবেই ব্যাহত না হয়। তা ইডির ডিরেক্টরকে দেখতে হবে।
আরও পড়ুন: West Bengal News: কোটিপতি কনস্টেবলের গ্রেফতারির প্রায় ২ সপ্তাহ পর খোঁজ মিলল বান্ধবীর