আশাবুল হোসেন, পুষ্কর: এবার ভিন রাজ্যেও 'জয় শ্রী রাম' (Jai Shri Ram) স্লোগান দেওয়া হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কনভয় লক্ষ্য করে। এদিন পুষ্করে তৃণমূল নেত্রীকে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। পুষ্করের (Pushkar Temple) মন্দির থেকে বেরোনোর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়।                                                   

  


তৃণমূল নেত্রীর কনভয়ের কিছুটা দূরে জয় শ্রীরাম স্লোগান দেন কিছু মানুষ। যদিও ততক্ষণে মুখ্যমন্ত্রীর গাড়ি সেই জায়গা ছেড়ে এগিয়ে গিয়েছিল। ভিড় থেকে স্লোগান দিয়ে পালিয়ে যায় কয়েকজন যুবক। যদিও পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এদিন পুষ্কর মন্দিরে আরতি করেন মুখ্যমন্ত্রী। পুরোহিতদের চাদর-শাল উপহার দিয়েছেন তিনি।                          


 



আরও পড়ুন, 'ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব', প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের


এদিন পুষ্কর মন্দিরে প্রায় আধঘণ্টা ছিলেন মুখ্যমন্ত্রী। প্রথমে তিনি ব্রহ্মার মন্দিরে পুজো দেন, তারপর ব্রহ্মার ঘাটে যান। এরপর তাঁর কনভয়ের কয়েকটা গাড়ি বেরিয়ে যাওয়ার আগে 'জয় শ্রী রাম' স্লোগান দেন। পুলিশের নজরে আসতেই তড়িঘড়ি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। যদিও মুখ্যমন্ত্রীর কানে এই বিষয়টি পৌঁছেছে কি না তা জানা যায়নি। তাঁর গাড়ি আগেই বেরিয়ে যায়।           


জানা যায় এটি বিজেপির প্রভাবিত এলাকা। কাউন্সিলর, বিধায়কও বিজেপির। ফলে সেই 'পদ্ম-প্রভাব' রয়েছে পুষ্করে।                                                                                                


দিল্লিতে G20 সম্মেলনের প্রস্তুতি বৈঠকে গতকাল যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ তিনি দিল্লি থেকে গেলেন রাজস্থানের আজমেঢ় শরিফে। সেখানে খাজা মৈনুন্দিন চিস্তির দরগায় চাদর ও ফুল চড়ালেন। সেখান থেকে যান পুষ্করে। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যয়ের রাজনৈতিক কর্মসূচিও রয়েছে। আগামীকালই শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ওই অধিবেশনে দলের রণকৌশল কী হবে, তা নিয়ে তৃণমূলের সাংসদদের সঙ্গে তিনি বৈঠক করবেন।