কলকাতা: তৃণমূলের হাতিয়ার যখন কেন্দ্রীয় বঞ্চনা। তখন, কেন্দ্রীয় প্রকল্প রূপায়নে তৃণমূল সরকারের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগকে হাতিয়ার করে আসরে নামছে বিজেপি। মোদি সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশেষ প্রচার অভিযানে নামতে চলেছে গেরুয়া শিবির। রাজ্য়ের পাশাপাশি, দেশজুড়ে ১ মাস ধরে চলবে এই প্রচার অভিযান। কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।

আসরে নামছে বিজেপি: কর্ণাটকে ভোটে হারার পরে, আগামী নির্বাচনগুলিতে জয়ের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে বিজেপি। এক্ষেত্রে নরেন্দ্র মোদিকে মুখ করে কেন্দ্রীয় প্রকল্পের সাফল্য-প্রচারে ঝড় তুলতে চাইছে তারা। বাংলায় যখন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় জনসংযোগ যাত্রায় মোদি সরকারের বিরুদ্ধে প্রকল্প-বঞ্চনার অভিযোগ তুলছেন, ঠিক তখন গোটা দেশের মতো বাংলাতেও গরিব মানুষের মন জয়ে সেই প্রকল্পকেই হাতিয়ার করছে বিজেপি। তৃণমূল পরিচালিত রাজ্য় সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগকে অস্ত্র করে ময়দানে নামছে তারা।

২৬ মে অর্থাৎ বৃহস্পতিবার, মোদি সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশেষ প্রচার অভিযানে নামতে চলেছে গেরুয়া শিবির। দেশজুড়ে ১ মাস ধরে চলবে এই প্রচার অভিযান। বাংলায় পঞ্চায়েত নির্বাচনের পাশাপাশি ভোটমুখী বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে এই প্রচার অভিযানকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বিজেপি। তৃণমূলের জনসংযোগ যাত্রায় যেমন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হচ্ছেন অভিষেক,তখন বাংলায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রূপায়নে তৃণমূল সরকারের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগকে তুলে ধরবে বিজেপি। ৩০ মে থেকে ৩০ জুন, একমাসব্যপী এই কর্মসূচিতে বিভিন্ন লোকসভায় বৈঠক করবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। এদিকে সোমবার বাঁকুড়া ফের জনসংযোগ যাত্রায় নামতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ৪ দিনের মাথায় শুরু হচ্ছে বিজেপির জনসম্পর্ক অভিযান।

ধর্না মহিলা তৃণমূল কংগ্রেসের: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে এবার উত্তরবঙ্গে ধর্না মহিলা তৃণমূল কংগ্রেসের। কলকাতার পর এবার শিলিগুড়িতে ধর্না কর্মসূচি মহিলা তৃণমূল কংগ্রেসের। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল বনাম বিজেপির লড়াইয়ে প্রধান ইস্য়ু হয়ে উঠেছে দুর্নীতি এবং কেন্দ্রীয় বঞ্চনা। বিজেপি যখন দুর্নীতির অভিযোগে ভর করে তৃণমূলকে নিশানা করছে, তখন তৃণমূল আবার শান দিচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে। আগামীকাল থেকে শিলিগুড়িতে ৩২ ঘণ্টার ধর্না কর্মসূচি মহিলা তৃণমূল কংগ্রেস। কাল সকাল ১০টা থেকে ২৩ তারিখ সন্ধে ৬টা পর্যন্ত ধর্না কর্মসূচি। কেন্দ্রের বঞ্চনা, দ্রব্যমূল্য বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে মহিলা তৃণমূলের ধর্না কর্মসূচি।             

আরও পড়ুন: Vastu Tips : বাড়ির মূল দরজায় রাখুন এই জিনিসগুলি, ধনদেবী লক্ষ্মীর মিলবে দেখা