কলকাতা: গত ১৫মে  মুক্তি পেয়েছিল ভিকি কৌশল (Vicky Kaushal) ও সারা আলি খান (Sara Ali Khan) অভিনীত নতুন ছবি 'জরা হটকে জরা বঁচকে' (Zara Hatke Zara Bachke)-র ট্রেলার। লক্ষ্মণ উতেকর (Lakshman Utekar) পরিচালিত এই ছবি ডিভোর্স কমেডি (divorce comedy) ঘরানার। আর ছবির সাফল্য় কামনা করে এবার আজমেঢ় শরিফের দরগায় পুজো দিলেন সারা ও ভিকি। পুজো দেওয়ার ছবি সারা পোস্ট করলেন নিজের সোশ্য়াল মিডিয়ায়। 



এদিন, দরগায়, সারাকে  সবুজ সালোয়ার স্যুট পরতে দেখা গেছে। তিনি তার মাথা ঢেকেছিলেন ওড়নাতে এবং চোখে ছিল সানগ্লাস। একটি পাপারাজ্জি অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওতে অভিনেতাকে দরগার দেওয়ালে একটি সুতো বেঁধে প্রার্থনা করতেও দেখা যায়।


দরগাহ প্রাঙ্গণের ভিতরে যাওয়ার সময় বেশ কয়েকজন ভক্ত সারাকে ঘিরে ধরেন। তবে তাঁর নিরাপত্তাকর্মীদের চেষ্টা অভিনেত্রীকে খুব বেশি অসুবিধেয় পড়তে হয়নি। একটি ছবিতে, সারাকে হাত জোড় করে প্রার্থনা করতে দেখা যায়।


অন্য়দিকে, ভিকি কৌশলও নিজের ইন্সটা প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি গাড়ির মধ্য়ে বসে রয়েছেন ও তার পাশে বসে আছেন সারা। এই ভিডিওতে অভিনেতার মাথায় দেখা যাচ্ছে রাজস্থানি স্টাইলের পাগড়ি। ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়।



আরও পড়ুন...


Natural Sweetener: চিনির পরিবর্ত হিসেবে খাবারে যোগ করতে পারেন এইসব 'ন্যাচারাল সুইটনার'


উল্লেখ্য়, জরা হটকে জরা বঁচকে' ছবির ট্রেলার শুরু হচ্ছে ভিকি কৌশল ও সারা আলি খানের প্রেমে ভরা ফ্ল্যাশব্যাক বিবাহিত জীবন দিয়ে। তারপর কয়েক বছর পেরিয়ে বর্তমান সময়ের ছবি দেখা যায়, যেখানে তাঁরা বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন। কিন্তু তাঁদের আশেপাশের লোকজন কিছুতেই বুঝছেন না যে কেন তাঁরা একসঙ্গে থাকতে চান না। 


এছাড়া ট্রেলারেই দেখা মিলল একাধিক ডান্স নাম্বারেও। জনপ্রিয় গান 'তুম কেয়া জানো মহব্বত কেয়া হ্যায়'-র নয়া সংস্করণও শুনতে পাওয়া গেল। ছবির ট্যাগলাইন বলছে, 'ইস বার, সারি হদে হোঙ্গি পার, যব ডিভোর্স হোগা সপরিবার।' সময়ের সঙ্গে সঙ্গে কপিল ও সৌম্যার বিবাহিত জীবনের রং কেন ফিকে হয়ে গেল, জানতে ২ জুন হলমুখী হতে হবে দর্শকদের।              


Health Tips : প্রচণ্ড গরমেও হবে না সমস্যা, ঘুমানোর ১ ঘণ্টা আগে যদি নেন এই ব্যবস্থা