মালদা: চাঁচলে (Chanchol) সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার এক। ডাকাতির ৭ দিনের মাথায় গ্রেফতার লিঙ্কম্যান। গ্রেফতার চাঁচলেরই বাসিন্দা অভিযুক্ত লিঙ্কম্যান শাহজাহান। ডাকাত দলের বাকি সদস্যদের খোঁজে পুলিশের তল্লাশি। 


ডাকাতির ঘটনায় গ্রেফতার এক: বড়দিনের সন্ধেয়, জমজমাট বাজারে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি হয়। পাঁচ মিনিটের অপারেশনে পাঁচ ডাকাত মিলে প্রায় সাড়ে চার কোটির গয়না লুঠ করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় এদিন গ্রেফতার করা হয়েছে একজনকে। সূত্রের খবর, ডাকাতির ঘটনায় লিঙ্কম্যান হিসেবে কাজ করেছে ধৃত। চাঁচলের বাসিন্দা অভিযুক্তের নাম শাহজাহান।


গত সোমবার, সন্ধে ৭টা ১৫ নাগাদ চাঁচলের ঢাকা জুয়েলার্সে প্রথমে ক্রেতা সেজে ঢোকে তিনজন দুষ্কৃতী। তাঁদের মধ্যে ১ জনের মাথায় ছিল হেলমেট। সাধারণ হুডি ও টুপি পরে ঢোকে বাকি ২ জন। ঢুকেই, কর্মীদের গানপয়েন্টে রেখে শুরু হয়ে যায় লুঠপাট। কয়েক সেকেন্ড পর সেখানে ঢোকে হেলমেট পরা আরেক দুষ্কৃতী। বন্দুক হাতে তাণ্ডব শুরু করে সেও। শোকেস তছনছ করে বের করে নেওয়া হয় সব গয়না। সেইসময় এক কোনায় সিঁটিয়ে থাকতে দেখা যায় দোকানের ৬ কর্মীকে। ভিতরে যখন অপারেশন চলছে, তখন বাইরে পাহারা দিচ্ছিল আরেক দুষ্কৃতী।

এলাকাবাসীর দাবি, মিনিট পাঁচেকের অপারেশন সেরে বাইকে করে দুষ্কৃতীরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।  প্রশ্ন ওঠে, ডাকাতির পর দুষ্কৃতীরা পালাল কোন পথে? চাঁচলের এই এলাকা থেকে বিহারের কাটিহার সীমানার দূরত্ব মাত্র ১৪ কিলোমিটার।বিহারের বারসোইয়ের দূরত্ব ৩১ কিলোমিটার, যেতে সময় মাত্র এক ঘণ্টা।প্রশ্ন উঠেছিল, তাহলে কি ডাকাতি করে ভিনরাজ্যেই আশ্রয় নিল দুষ্কৃতীরা? এ নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা। যে ঢাকা জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটেছিল, সেখান থেকে চাঁচল থানার দূরত্ব পায়ে হেঁটে মাত্র সাড়ে ৫ মিনিট। কিন্তু ডাকাতির ঘটনা ঘটার ১০ মিনিট পর, সেখানে পৌঁছয় পুলিশ। মাত্র ৬ মাস আগে মালদার মালতিপুরেও একই কায়দায় সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। বাধা দিতে খুন হন এক সিভিক ভলান্টিয়ার। ওই ঘটনাতেও ডাকাতদের বিহার-যোগ সামনে এসেছিল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: WB State Day: পয়লা বৈশাখ বাংলা দিবস! রাজ্য সঙ্গীত নিয়েও নয়া নির্দেশিকা