সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর:
দুষ্কৃতী গুলিতে (miscreants bullet) জখম হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর (uttar dinajpur) জেলার ইসলামপুর থানার গুঞ্জরিয়া বাজার এলাকায়। ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে জখম ওই ব্যক্তির কানে (bullet injury in ear)  গুলি লেগেছে।


কী ঘটেছিল?
জখম ব্যক্তির নাম মহম্মদ সাগীর। বাড়ি ইসলামপুর থানার গুঞ্জরিয়া বাজার এলাকায়। তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। মহম্মদ সাগীরের অবস্থার অবনতি হলে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। তবে কী কারণে এই ঘটনা ঘটল, এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। বস্তুত, এই ধরনের দুষ্কৃতী হামলার ঘটনা রাজ্যে নতুন নয়। উত্তর থেকে দক্ষিণ, বিভিন্ন দিকেই এমন ঘটনা ঘটার খবর আসে। গভ নভেম্বরেই যেমন উত্তর ২৪ পরগনার জগদ্দল দুষ্কৃতী দৌরাত্ম্যে তপ্ত হয়ে ওঠেছিল।


দুষ্কৃতী-দৌরাত্ম্যে তপ্ত...
রাতে বোমাবাজি, দিনে পুলিশের টহলদারি চলাকালীন মজুত বোমা বিস্ফোরণ হয়েছিল নভেম্বরে। জানা যায়, বিয়েবাড়িতে মাইক বাজানো নিয়ে বিবাদের জেরে বোমাবাজির ঘটনায় ৪ জন আহত হন। একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে খবর, ঘটনার রাতে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে সেনা কর্মীর আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে মাইক বাজানো নিয়ে গন্ডগোলের সূত্রপাত। দু’ পক্ষের মধ্যে শুরু হয় মারপিট। এর মধ্যেই দুষ্কৃতীরা পরপর ২টি বোমা ছোড়ে বলে অভিযোগ। বোমার আঘাতে জখম হন ৪ জন। ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এরপর আজ সকালে পুলিশের তল্লাশি অভিযান চলাকালীন বোমা বিস্ফোরণ হয়। দুটি বাড়ির মাঝে সংকীর্ণ গলি থেকে উদ্ধার হয় ২টি কৌটো বোমা। পাশাপাশি,  শ্যামনগরের কাউগাছিতেও বোমাতঙ্ক। পরিত্যক্ত বাড়ির মধ্যে বোমার সুতলি জাতীয় বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় বাসুদেবপুর থানার পুলিশ। বিয়েবাড়িতে মাইক বাজানো নিয়ে আপত্তি। সেই নিয়ে বিবাদ গড়ায় বোমাবাজিতে। পুলিশের টহল দেওয়ার সময়ও ফাটল বোমা। রাত থেকে দিন, দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ড। উদ্ধার হল তাজা বোমাও। চারজনকে গ্রেফতার করে পুলিশ। 


আরও পড়ুন:রীতি ধরে রাখল প্রেসিডেন্সি, ফটকের বাইরেই মণ্ডপ-প্রতিমা, পরিবর্তন একদিনে হয় না,বলছে TMCP