ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: স্বাস্থ্যসাথী কার্ড (Swasthasathi Card) তৈরি করার নামে টাকা নেওয়ার অভিযোগ। পূর্ব মেদিনীপুরের (East Midnapore) পটাশপুর (Patashpur) থেকে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। ধৃতকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


স্বাস্থ্যসাথী কার্ড তৈরির নামে প্রতারণার অভিযোগ: বিনামূল্যে চিকিৎসা পরিষেবার জন্য রাজ্য সরকার দিচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড (Swasthasathi Card)। এই কার্ড পেতে সাধারণ মানুষকে কোনও টাকা খরচ করতে হয় না। সেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে প্রতারণার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের (East Midnapore) পটাশপুরে। অভিযোগ, এক ব্যক্তি নিজেকে সরকারি কর্মী পরিচয় দিয়ে, পঁচেট এলাকায় দোকান খুলে কার্ড তৈরির নামে বেশ কয়েক জনের কাছ থেকে টাকা নেন। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসীরা। পটাশপুরের বাসিন্দা সুকুমার প্রধান বলেন, স্বাস্থ্যসাথীর সংযোজন, বিয়োজন করা হচ্ছিল বলে শুনি। ৫০০ হাজার টাকা নিচ্ছিল। আমরা কাজ বন্ধ করে দিয়ে পুলিশের কাছে তুলে দিই।’’ যদিও অভিযুক্তের দাবি, অভিযোগ ভিত্তিহীন। অভিযুক্ত সুনীল কুমারের দাবি, “সব মিথ্যা কথা। কারও কাছ থেকে টাকা নিইনি।’’


তদন্ত শুরু পুলিশের: স্বাস্থ্যসাথী কার্ড (Swasthasathi Card) নিয়ে ‘প্রতারণা’। তৃণমূলকে নিশানা করেছে বিজেপি (BJP)। দুর্নীতির বিরুদ্ধে দল বলে মন্তব্য তৃণমূলের (TMC) । কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুদাম পণ্ডিত বলেন, “পটাশপুর কেন বাংলার সর্বত্র বহু এজেন্সি কাজ করছে। এরা পুরোপুরি তৃণমূলের হয়ে কাজ করছে। সর্বস্তরের দুর্নীতি।’’ তৃণমূল নেতা ও পঁচেট (২) পঞ্চায়েতের উপপ্রধান প্রণব করের কথায়, “আমি খবর পেয়ে বন্ধ করতে বলি। বিডিও, ওসিকে জানিয়েছি। অভিযুক্তকে প্রশাসনের হাতে তুলে দিয়েছি। টাকাপয়সা নিয়ে কাজের বিরুদ্ধে আমরা। ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ড হবে।’’ অভিযুক্তর সঙ্গে এই কাজে আর কেউ জড়িত কি না খতিয়ে দেখছে পুলিশ।


আরও পড়ুন: East Midnapore News: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি, ফের বানভাসি হওয়ার আশঙ্কায় মন্দারমণির গ্রাম