সমীরণ পাল, হালিশহর: হালিশহরের (Halisahar) জগন্নাথ ঘাটে বিস্ফোরণ (Halisahar Blast)। বোমা ফেটে মৃত্যু হল প্রথম বর্ষের এক কলেজ পড়ুয়ার। বিস্ফোরণের অভিঘাতে ঘটনাস্থলে প্রায় আড়াই ফুট গর্ত হয়ে গিয়েছে বলে খবর। গঙ্গার পাড়ে মজুত বোমা থেকেই বিস্ফোরণ বলে অনুমান পুলিশের। ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক টিম। স্থানী সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে নৈহাটি থানার অন্তর্গত হালিশহর কোনা মোড় গঙ্গার ঘাটে হঠাৎই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনা আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।


গঙ্গাপাড়ে হঠাৎই বিস্ফোরণ। যার অভিঘাতে আড়াই ফুট গভীর গর্ত হয়ে গেল রাস্তায় ঘটনাস্থলেই প্রাণ গেল এক কলেজ পড়ুয়ার। প্রজাতন্ত্র দিবসের পরদিন এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হালিশহরের জগন্নাথ ঘাট এলাকায়‍। যাকে কেন্দ্রে করে ফের সরগরম উত্তর ২৪ পরগনার রাজনীতি। 


প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুর সাড়ে ৩টের পর। আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নৈহাটি থানার পুলিশ। মৃতের নাম সুমিত সিংহ। বয়স ১৯ বছর। তিনি ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজের বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। 


এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে রাজ্যের শাসক দল। অভিযোগ উড়িয়ে পাল্টা জবাব দিয়েছে পদ্ম শিবির। 


নৈহাটির  তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের কথায়, অর্জুন সিংহের নির্দেশে বিট্টু জয়সোয়াল বোমা তৈরি করছিল। সেই বোমা ফেটে মৃত্যু হয়েছে। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের কথায়, দুষ্কৃতীদের সঙ্গে তৃণমূলের যোগাযোগ। মিথ্যে অভিযোগ করা হচ্ছে।


এদিন বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসে বিপর্যয় মোকাবিলা দল। আসেন  ব্যারাকপুরের পুলিশ কমিশনারও। গত ২৩ জানুয়ারি। নেতাজির মূর্তিতে মাল্যদানকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি অশান্তিতে রণক্ষেত্র হয়ে ওঠে ভাটপাড়া! চলে গুলিও। 


সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার বিস্ফোরণে মৃত্যু হল হালিশহরে। শুক্রবার ঘটনাস্থলে যাবে ফরেন্সিক টিম ও বম্ব স্কোয়াড।