শিবাশিস মৌলিক, কলকাতা: প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী (PM-CM) বৈঠকের (meeting) পর দিনই রাজ্য সরকারের (state government) বিরুদ্ধে অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রীকে (narendra modi) চিঠি (letter) দিলেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। চিঠিতে বিরোধী দলনেতার অভিযোগ, রাজ্যে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের (central projects) নাম পরিবর্তন এবং আর্থিক দুর্নীতি (financial irregularity) হয়েছে। নন্দীগ্রামের বিধায়ক পরিবর্তিত নামের যে তালিকা দিয়েছেন তাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, প্রধানমন্ত্রী জল যোজনা মিশন, স্বচ্ছ ভারত অভিযান, ওয়াটার শেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন-সহ ৭টি কেন্দ্রীয় প্রকল্পের কথা রয়েছে  বলে খবর। 


কী অভিযোগ শুভেন্দুর?
বিরোধী দলনেতার অভিযোগ, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের অর্থ রাজ্য সরকার ঠিক ভাবে ব্যবহার করছে না। তা ছাড়া কেন্দ্রীয় প্রকল্পের নামও বদলানো হচ্ছে। পাঁচ পৃষ্ঠার চিঠিতে এই নিয়ে বিশদ অভিযোগ জানিয়েছেন শুভেন্দু। তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রী যখন দিল্লিতে, তখনই চিঠিটি লিখলেন বিরোধী দলনেতা। গত কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকও হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, ওই বৈঠকে রাজ্যের বকেয়া প্রাপ্য নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প খাতে রাজ্যের যে পাওনা বাকি রয়েছে, সে নিয়ে বার বার কথা বলেন তিনি। এ দিকে, শুভেন্দুর চিঠিতেও এমন বহু প্রকল্পের নাম রয়েছে যেখানে রাজ্যের পাওনা বাকি। 


তৃণমূলের প্রতিক্রিয়া...
চিঠির কথা জানতে পেরে ক্ষুব্ধ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের প্রতিক্রিয়া, 'পশ্চিমবঙ্গের জনগণকে ভাতে ও পেটে মারতে চাইছেন শুভেন্দু।...প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী কথা বলছেন। এর মধ্যে ওঁকে ফোপরদালালি করার অধিকার কে দিল? ...রাজ্যের পাওনা। প্রধানমন্ত্রীর টাকা নয়। জনগণের করের টাকা। নীতি আয়োগ কী বলেছিল?...শুভেন্দু পড়াশোনা করেন না, জানেন না। তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে সাধারণ মানুষের বিরোধিতা করছেন। পশ্চিমবঙ্গের মানুষকে পেটে মারার, ভাতে মারার পরিকল্পনা নিয়ে এই বিজেপি চলছে যার মাথায় শুভেন্দু অধিকারী। তাই সাধারণ মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন।' 


আরও পড়ুন:উপ-রাষ্ট্রপতি নির্বাচনে নেই তৃণমূল, শিশির-দিব্যেন্দুকে চিঠি দিয়ে জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়