কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: যোগেশচন্দ্র চৌধুরী কলেজে বহিরাগত তৃণমূল ছাত্রনেতার জন্মদিনের অনুষ্ঠান ঘিরে বিতর্ক। অনুমতি ছাড়াই পরীক্ষার দিনে অনুষ্ঠান, অভিযোগ করলেন অধ্যক্ষ। আদালতের নির্দেশ অমান্য করে কলেজে ঢুকছে বহিরাগতরা, আরও অভিযোগ তাঁর। নির্বাচন কমিশনে নালিশ কলেজ কর্তৃপক্ষের। অভিযুক্ত ছাত্র নেতার সঙ্গে যোগাযোগ করা যায়নি। এই ঘটনায় মন্তব্য করতে চাননি টিএমসিপি-রাজ্য সভাপতি।
কী ঘটল?
অধ্যক্ষ নির্বাচন কমিশনে একটি লিখিত অভিযোগ করেছেন। তাতে বলা হয়েছে, কলেজে আজ একটি পরীক্ষা ছিল। তার মধ্যেই এক 'বহিরাগত' ছাত্রনেতা, হাইকোর্টের নির্দেশে যাঁর কলেজে ঢোকায় নিষেধ রয়েছে, তাঁরই জন্মদিন পালনের আয়োজন করা হয়েছে কলেজে। এই জন্য কলেজে রীতিমতো প্যান্ডেল বেঁধে, বক্স এনে, খাবারদাবারের ব্যবস্থা করে জন্মদিন পালনের আয়োজন করা হচ্ছে বলে অভিযোগ। অধ্যক্ষের বক্তব্য, হাইকোর্টের নির্দেশে যাঁর প্রবেশে বাধা রয়েছে, তাঁরই জন্মদিন পালনের আয়োজন করছে তৃণমূল ছাত্র পরিষদ। তবে যাঁকে ঘিরে এই অভিযোগ, তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূল ছাত্র পরিষদও প্রত্যক্ষ ভাবে কিছু বলতে চায়নি। কিন্তু গোটা ঘটনায় যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। এর আগে, মে দিবসে জন্মদিনের পার্টির আয়োজন করে বিতর্কে জড়ান সুরেন্দ্রনাথ কলেজর তৃণমূল নেতা।
বিতর্ক আগেও...
তারস্বরে গান, চারপাশ সাজানো আলো দিয়ে। তার মধ্যে কেক কাটা চলছে। সুরেন্দ্রনাথ কলেজের এই রকমই একটি ভিডিও ভাইরাল হয়েছিল যা থেকে বিতর্ক তৈরি হয়। উঠে আসে, ওই ভিডিওয় যাঁকে যাঁকে কেক কাটতে দেখা গিয়েছিল, তিনি শিয়ালদার তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়। এতেই শেষ হয়নি। অভিযোগ, এই জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল মে দিবসের ছুটির দিন সন্ধ্যায়। ভাইরাল হওয়া বেশ কিছু উঠে আসে, কলেজের বাইরে জন্মদিনের বড় বড় ফ্লেক্সও টাঙানো হয়েছিল। যদিও যাঁর জন্মদিন নিয়ে হইচই, তিনি সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছিলেন, 'এসব অবাস্তব কথা, ওঁদের একটা অনুষ্ঠান ছিল। ওঁরা একটা গেট টুগেদার করেছেন। ওঁরা আমাকে আমন্ত্রণ করেছিলেন। আমি অ্যালুমনি অ্যাসোসিয়েশেন সেক্রেটারি। আমার জন্মদিন ছিল না ।আমার জন্মদিন ২৬ ডিসেম্বর।' পরে অবশ্য সুর বদলে যায় ওই নেতার। তিনি দাবি করেন, জন্মদিন ডিসেম্বর মাসে হলেও অনুগামীরা মে দিবসে তা পালন করেন। কিন্তু তাই বলে কলেজ চত্বরে? এবার বহিরাগত ছাত্রনেতার জন্মদিনের আয়োজন ঘিরে শিরোনামে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ।
আরও পড়ুন:'রাম কৃষ্ণা' ধারাবাহিকে দোলের আমেজ, রঙিন আবহে কোন নতুন অশনি সঙ্কেত?