কলকাতা: সামনেই দোলযাত্রা (Holi 2024)। রঙের উৎসবকে মাথায় রেখে একের পর এক ধারাবাহিক সেজে উঠছে নতুন করে। কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'রাম কৃষ্ণা'তেও (Ram Krishnaa) তার অন্যথা হবে না। রঙের উৎসবে নয়া কোন ট্যুইস্ট দেখা যাবে?
'রাম কৃষ্ণা' ধারাবাহিকে দোল উপলক্ষ্যে নয়া ট্যুইস্ট
দোলযাত্রা উপলক্ষ্যে, নারায়ণ তার বাড়িতে 'রাধামাধব'-এর পুজো করার সিদ্ধান্ত নেয়। এই পুজোকে কেন্দ্র করে রাম, কৃষ্ণা এবং অম্বা স্থির করে তাদের বৌদি, অপর্ণার নামেও একটি অনুষ্ঠান উৎসর্গ করবে, কারণ তিনি এই রঙের উৎসবের সময় আনন্দে মেতে থাকতেন। তারা 'ন্যাড়া পোড়া'কে এই অনুষ্ঠানের উপলক্ষ হিসেবে স্থির করে। কারণ এর মাধ্যমেই তো সকল খারাপ জিনিসের সমাপ্তি ঘটে। 'ন্যাড়া পোড়া' অনুষ্ঠানের সময়, তুলতুলি কৃষ্ণাকে একটি নাচ পরিবেশনার জন্য চ্যালেঞ্জ করে কিন্তু অবশেষে কৃষ্ণার কাছে সে হেরেও যায়।
দোলের দিন, বাড়িতে রাধা মাধব পুজো পালন করে নারায়ণ এবং তার পরিবার রঙের উৎসবে মেতে উঠতে পাড়ার মাঠে যায়। রাম এবং কৃষ্ণার পরিবারের সকল সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিল। উদযাপনের মেজাজ আরও চনমনে করে তুলতে কৃষ্ণা ঠিক করে পরিবারের সকলকে ভাং খাওয়াবে সে! তুলতুলি অবশ্য কৃষ্ণাকে ফাঁদে ফেলার জন্য আবার এক নতুন ফন্দি আঁটে। সে কৃষ্ণাকে ভাঙের ভারি ডোজ দিয়ে নেশাগ্রস্ত করে তোলার পরিকল্পনা করে। কিন্তু পরিবর্তে, নারায়ণ ওই বিশেষ করে বানানো পানীয় খেয়ে ফেলে এবং তার স্ত্রী, কমলার সঙ্গে নাচ করার বায়না ধরে।
উল্টো দিকে, রোহিনী এই দিনে অর্ঘ্যকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করে কারণ তাকে অর্ঘ্যর কোম্পানি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রতিশোধ না নিয়ে চুপচাপ বসে থাকার মহিলা সে নয়। ফলে এর প্রতিশোধ নেওয়ার জন্য, রোহিনী মাঠে দোল উদযাপনের মধ্যে অর্ঘ্যকে নিজে হাতে ছুরি দিয়ে আঘাত করে। কিন্তু তার পরিকল্পনা ভেস্তে যায় যখন শর্মিলা অর্ঘ্যকে বাঁচাতে গিয়ে নিজে আহত হয়। কৃষ্ণা কি এবার বুঝতে পারবে তার মা কতটা নির্দয়ী?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।