অরিন্দম সেন, আলিপুরদুয়ার : ডুয়ার্সের (Dooars) বিভিন্ন জনজাতির ভাষা সংরক্ষণের দাবি জানালেন পদ্মশ্রী ধনীরাম টোটো। ভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এই দাবি জানান তিনি। এব্যাপারে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার এগিয়ে না এলে জনজাতির বৈচিত্র্য হারিয়ে যাবে বলে আশঙ্কাও প্রকাশ করেন তিনি। একই মতামত বঙ্গরত্ন প্রাপক প্রমোদ নাথেরও।  তবে, রাজ্যের মুখ্যমন্ত্রী দিদির সঙ্গে সাক্ষাতের সুযোগ হলে সেই আবেদন জানাবেন বলে জানান পদ্মশ্রী (Padma Shri) ধনীরাম।


মঙ্গলবার আলিপুরদুয়ার শহর সংলগ্ন মাঝেরডাবড়ি চা বাগানের ভেতর নোনাই নদীর পাড় জুড়ে ভাষা শহিদদের স্মরণে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে একটি যৌথ মঞ্চ। ভাষা শহিদ-দের স্মরণে পুষ্পার্ঘ্য নিবেদনের পর ডুয়ার্সের ৮ জন কবির বিভিন্ন ভাষার ১০-টি বই প্রকাশিত হয়। উপস্থিত ছিলেন জেলার একমাত্র পদ্মশ্রী টোটো সম্প্রদায়ের লেখক তথা টোটো বর্ণমালার সৃষ্টিকর্তা ধনীরাম টোটো। ছিলেন বঙ্গরত্ন প্রমোদ নাথ ও পরিমল দে। এছাড়াও জেলার বিভিন্ন জনজাতির কবি-লেখকদের উপস্থিতিতে মাতৃভাষার গুরুত্ব সম্পর্কিত আলোচনা চলে।


এক সময় ডুয়ার্সে বিভিন্ন জনজাতির শতাধিক ভাষা-ভাষির সন্ধান পাওয়া যেত। কিন্তু, বর্তমানে সেইসব জনজাতির ভাষা, সংস্কৃতি আজ প্রায় অবলুপ্তির পথে। মূলত, মাতৃভাষায় চর্চার অভাব এবং সংরক্ষণের সুযোগ না থাকাকেই দায়ী করেছেন উপস্থিত বিশিষ্টরা। সেই বিষয়টি মাথায় রেখেই ভাষা দিবসের মঞ্চে ১৪ জন বিভিন্ন জনজাতির কবি-লেখকের স্বরচিত কবিতা-গল্পে পালিত হয় মাতৃভাষা দিবস।


সেখানেই ভাষা দিবসের সার্থকতার প্রশ্নে পদ্মশ্রী ধনীরাম টোটো দাবি রাখেন, টোটো-সহ ডুয়ার্সের বিভিন্ন জনজাতির ভাষা, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে সংরক্ষণ আবশ্যিক। সেই উদ্দেশ্যে একটি মিউজিয়াম থাকা উচিত। তাহলেই বাপ-ঠাকুর্দার ঐতিহ্যকে শ্রদ্ধা জানানো হবে। আর এই ক্ষেত্রে কেন্দ্র-রাজ্য সরকার সাহায্যের হাত না বাড়ালে তা হারিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন পদ্মশ্রীপ্রাপক। সাক্ষাতের সুযোগ এলে তিনি মুখ্যমন্ত্রীকেও সেই আর্জি জানাবেন বলে জানান।


একই মতামত পোষণ করেন প্রমোদ নাথ। তিনি বলেন, ডুয়ার্সের বিভিন্ন জনজাতির এই ভাষা সংরক্ষণ এবং তার চর্চাকে এগিয়ে নিয়ে যেতে পারলে তবেই ভাষা দিবসের সার্থকতা হবে বলে মনে করেন তিনি। এই ক্ষেত্রে বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকার এগিয়ে এলে তা আরও তরান্বিত হবে বলে দাবি তাঁর।


আরও পড়ুন ; টোটো বর্নমালা রচনায় অসামান্য অবদান, পদ্মশ্রী পাচ্ছেন ধনীরাম টোটো