অমিত জানা, সবং (পশ্চিম মেদিনীপুর) : পঞ্চায়েত ভোটপর্ব মিটতেই জায়গায় জায়গায় দলবদলের হিড়িক লেগেই রয়েছে। বিশেষ করে বিরোধী শিবির থেকে তৃণমূলে যোগদানের খবর সামনে আসছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন আরও এক বিজেপি প্রার্থী। গ্রাম পঞ্চায়েতের আসনে জিতে মানস ভুঁইঞার হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। পশ্চিম মেদিনীপুরের সবং ৩ নং অঞ্চলের কানাইশোল বুথে বিজেপির জয়ী প্রার্থী গঙ্গারানি সিং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। একই সঙ্গে সংশ্লিষ্ট বুথের ৬২টি বিজেপি পরিবারের প্রায় ২৫০ জন গেরুয়া শিবিরে নাম লেখালেন।


এবারের কানাইশোল বুথের তৃণমূল প্রার্থী পার্বতী মুর্মু হাঁসদাকে ১০৭টি ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী গঙ্গারানি সিং। 
তৃণমূলে যোগদানকারী গঙ্গারানি বলেন, 'মমতা ব্যানার্জির কাজ ভাল লেগেছে । তাই আমি বিজেপিতে থাকতে পারলাম না, তৃণমূলের যোগ দিলাম। টিএমসি গ্রামের উন্নয়ন করবে। তাই আমি যোগদান করেছি, পঞ্চায়েত প্রার্থী হিসেবে।'


মানস ভুঁইঞা বলেন, 'তিনি মনে করেছেন তৃণমূল কংগ্রেস ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সাময়িক উত্তেজনায়, আবেগেরবশে বিজেপিতে দাঁড়িয়েছিলেন। তিনি স্বেচ্ছায় আমাদের ব্লক সভাপতির কাছে এসে দরখাস্ত করে যোগদান করেছেন। তাঁকে কেউ চাপ দেননি। তিন নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত জয়ী প্রার্থী আছেন, আমাদের প্রধান করতে কোনও অসুবিধা নেই। কাউকে চাপ দিয়ে যোগদান করানো হয়নি। প্রায় ৬২টি পরিবারের আড়াইশো জন যোগদান করলেন আজ।'


এদিকে বিজেপির (BJP) জয়ী প্রার্থীদের টাকার বিনিময়ে তৃণমূলে (TMC) যোগদান করানোর জন্য চাপ দিচ্ছেন খোদ বিজেপির জেলা সভাপতি। এমনই অভিযোগ ওঠে। যে কারণে আত্মগোপন করেন পাঁশকুড়ার কেশাপাট ও মাইশোরা গ্রাম পঞ্চায়েতের প্রায় ২২ জন বিজেপি পঞ্চায়েত সদস্য। এই অভিযোগ ওঠে বিজেপির জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় ও জেলা কোষাধ্যক্ষ জগদীশ প্রামাণিকের বিরুদ্ধে। অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর থেকেই তৃণমূলে যোগ দেওয়ানোর জন্য মোটা অঙ্কের প্রলোভন দেখিয়ে প্রস্তাব দেওয়া হচ্ছে। বিজেপি নেতা জগদীশ প্রামাণিক মুখে কুলুপ আঁটেন।


অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন বিজেপি জেলা সভাপতি। তৃণমূলের দাবি, এটা বিজেপির আদি-নব্যের কোন্দল।


আরও পড়ুন ; 'মমতা দুর্নীতির সঙ্গে যুক্ত..TMC-র আরও একটি চুরি ফাঁস করব', হুঁশিয়ারি শুভেন্দুর


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial