শিবাশিস মৌলিক, কলকাতা: রাজভবনে সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির প্রতিনিধিদল। বিজেপি (BJP) সূত্রে খবর, রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগের পরের দিনই পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা এবং এক্ষেত্রে বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা না করেই এককভাবে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। এই নিয়ে রাজ্যপালের কাছে নালিশ জানাতেই রাজভবনে বিজেপির প্রতিনিধিদল। খবর সূত্রের। দলে রয়েছেন একাধিক বিজেপি বিধায়ক।


সময়সীমা নিয়ে প্রশ্ন: কবে হবে পঞ্চায়েত ভোট? এতদিন, এই প্রশ্নে টানাপোড়েন চলছিল। আর, পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর, শুরু হল নতুন টানাপোড়েন। এবার, উদ্বেগ মনোনয়ন দাখিলের জন্য় নির্দিষ্ট করে দেওয়া সময়সীমা নিয়ে। কারণ, রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতে, ৯২৮টি জেলা পরিষদের আসন, পঞ্চায়েত সমিতির মোট আসন ৯ হাজার ৭৩০টি এবং গ্রাম পঞ্চায়েতে ৬৩ হাজারেরও বেশি আসন রয়েছে। আর, এই বিপুল সংখ্য়ক আসনে, মনোনয়ন জমা দেওয়ার জন্য সময় মাত্র ২৪ ঘণ্টা। রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ই জুন, অর্থাৎ শুক্রবার থেকে শুরু করে, ১৫ই জুন অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়ন জমার সময়সীমা দেওয়া হয়েছে। রবিবার, বাদ দিলে মনোনয়ন জমা দেওয়ার জন্য পাওয়া যাচ্ছে ৬ দিন। আর, এই ৬ দিন সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত, অর্থাৎ ৪ ঘণ্টা করে মনোনয়ন জমা দেওয়া যাচ্ছে। অর্থাই, টানা ঘণ্টার হিসাব ধরলে, মনোনয়ন জমা দেওয়ার জন্য মোট ২৪ ঘণ্টা সময়সীমা বরাদ্দ করা হয়েছে। আর, এখানেই বিরোেধীরা প্রশ্ন তুলছেন, এত হাজার হাজার আসন, এত প্রার্থী, তার মনোনয়ের জন্য পর্যাপ্ত সময় কোথায় দেওয়া হল? 


এদিকে মনোনয়ন পর্বের প্রথম দিনেই চাঞ্চল্যকর তথ্য উঠে এল রাজ্য নির্বাচন কমিশনের তথ্যে। শুক্রবার মাত্র চার ঘণ্টার মধ্যেই জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে,সবচেয়ে বেশি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে বিজেপি। সংখ্যাটা ৬৭৭। এর পরই রয়েছে সিপিএম, ৩৬০। তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল। তাদের ১৯৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস। তাদের ৬৩ জন প্রার্থী মনোনয়ন পেশ করেছেন। গরু পাচার মামলায় তিহাড় জেলে বন্দি রয়েছেন, বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। কিন্তু তাঁকে ছাড়াই ওই জেলায় মাটি ধরে রাখতে, ঝাপিয়ে পড়েছে রাজ্যের শাসকদল। কিন্তু, শুক্রবার বীরভূমে মনোনয়নপত্র জমা দিলেন না তৃণমূলের কোনও প্রার্থী। যেখানে তিন স্তরে মোট ১২১টি আসনে মনোনয়ন দিয়েছেন বিজেপির প্রার্থী। শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের তিনটি আসনে মনোনয়ন পেশ করেছে সিপিএম। একই ছবি ধরা পড়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। ওই জেলাতেও প্রথম দিনে তৃণমূলের কোনও প্রার্থী মনোনয়ন জমা দেননি। সেখানেও সবচেয়ে বেশি মনোনয়ন দিয়েছে বিজেপি। 


আরও পড়ুন: Diabetes in India: চোখ রাঙাচ্ছে ডায়াবেটিস! গোয়ায় সর্বোচ্চ, ICMR রিপোর্টে বাংলার ছবিটা কী?