রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে ফের বোমাবাজি (Bomb Blast) ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রানিনগর। রানিনগরের চাকরানপাড়ার পর এবার গোধনপাড়ায় ভর সন্ধ্যায় মুড়ি মুড়কির মত বোমাবাজির ঘটনা ঘটেছে বলে অভিযোগ।


পঞ্চায়েত ভোটের আগে ফের বোমাবাজি


শুক্রবার রাতে দুষ্কৃতীদের বোমাবাজি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোধনপাড়া এলাকা। পরিস্থিতি সামলাতে এলাকায় পৌঁছেছে ডোমকল এসডিপিও- সহ বিশাল পুলিশ বাহিনী। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, গোধনপাড়া স্কুলপাড়া এলাকায় তৃণমূলের কর্মীরা চায়ের দোকানে বসে গল্প গুজব করছিল। সেই সময় কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। সেই সময় দুপক্ষের লোকজন ইট ছোড়াছুড়ি শুরু করলে দুজন তৃণমূল কর্মীর মাথা ফাটে।


বোমাবাজি করে এলাকায় সন্ত্রাস


পরবর্তীতে তৃণমূল কর্মীরা তাড়া করলে কংগ্রেসের দুষ্কৃতীরা বোমা ছুড়তে ছুড়তে পালিয়ে যায় বলে জানানো হয়েছে। যদিও কংগ্রেসের তরফে জানানো হয়েছে, শুক্রবার সকালে কংগ্রেসের সক্রিয় কর্মী রাজকুমার সেখ রাজ মিস্ত্রির কাজে গেলে তাকে তাড়িয়ে দেওয়া হয়। তা নিয়ে রাতের দিকে চায়ের দোকানে তর্ক বিতর্ক থেকে ইট-বৃষ্টি শুরু হয়। তাতেই তৃণমূলের একজন কর্মী আহত হয়েছে। তার পরপরই তৃণমূল বাহিনী রীতিমত বোমাবাজি করে এলাকায় সন্ত্রাস শুরু করেছে। এই ঘটনায় এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


পার্টি অফিস ভাঙচুর


অপরদিকে, বাদুড়িয়ায় সিপিএমের পার্টি অফিস ভাঙচুর। অভিযোগ, দলীয় কর্মীদের নিয়ে সিপিএম প্রার্থীর বৈঠকের সময় হামলা চালানো হয়। রড-লাঠি নিয়ে মারধর করা হয়। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত চার সিপিএম কর্মী হাসপাতালে ভর্তি। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। এনিয়ে অবশ্য তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


উলটপুরাণ


দিনকয়েক আগে হুগলির গোঘাটের কামারপুকুরে সিপিএম নেতার বাড়িতে ব্যাপক বোমাবাজি করে দুষ্কৃতীরা। ভেঙে যায় জানালার কাচ। উদ্ধার করা হয় একটি বোমাও। সিপিএমের অভিযোগ, মনোনয়ন তুলতে তাদের প্রার্থীদের চাপ দেওয়া হচ্ছিল। বাধা দেওয়ায় হামলা চালায় তৃণমূল। সিটুর রাজ্য কমিটির সদস্য তিলক ঘোষ বলেন,'প্রার্থীদের ভয় দেখাচ্ছে। রাতে বোমাবাজি করে তৃণমূল।'


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 


আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?


'মনোনয়ন তুলতে চাপ দিতে বাড়িতে চড়াও' 


অন্যদিকে, পূর্ব বর্ধমানের কাটোয়ার গিধগ্রাম গ্রাম পঞ্চায়েতে এবার সিপিএম প্রার্থী হয়েছেন সাইফুল শেখ। অভিযোগ, মনোনয়ন তুলতে চাপ দিতে তাঁর বাড়িতে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সিপিএম প্রার্থীকে না পেয়ে তাঁর দাদাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এর পরের ঘটনা আরও ভয়াবহ! অভিযোগ, রক্তাক্ত অবস্থায় পুলিশ ফাঁড়িতে ছুটে গেলেও কোনও সাহায্য মেলেনি। এই অবস্থায় আতঙ্কে গ্রাম ছাড়েন গিধগ্রাম পঞ্চায়েতের ৫ জন সিপিএম প্রার্থী। তাঁদের ঠাঁই হয় কাটোয়ার সিপিএম পার্টি অফিসে। তাঁদের সঙ্গে ছিলেন কংগ্রেসের দুই প্রার্থীও।