মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান : পশ্চিম বর্ধমানের (Paschim Burdhman) পাণ্ডবেশ্বরের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের দুই বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের (TMC) ব্লক সভাপতি ও জেলা পরিষদ প্রার্থী সুজিত মুখোপাধ্যায়। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তুলে লাউদোহা থানার পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান আসানসোল দক্ষিণের বিজেপি (BJP) বিধায়ক অগ্নিমিত্রা পাল। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।


পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মুখে গেরুয়া শিবিরের প্রার্থীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর সেই ঘটনাকে ঘিরে উত্তপ্ত পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর। ধর্না, বিক্ষোভ, স্লোগান, পুলিশ অফিসারের সঙ্গে বিধায়কের তর্কাতর্কি, বাদ গেল না কিছুই। পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই জায়গায় জায়গায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠেছে। কোচবিহার থেকে কাকদ্বীপ, সর্বত্র ছবিটা একই। অধিকাংশ ক্ষেত্রেই কাঠগড়ায় তৃণমূল। শুক্রবার রাতে পাণ্ডবেশ্বরের (Pandabewshar) প্রতাপপুর পঞ্চায়েত এলাকায় বিজেপির ২ প্রার্থীকে মারধরের অভিযোগ ওঠে ব্লক তৃণমূল সভাপতি ও তাঁর দলবলের বিরুদ্ধে। আর সেই ঘটনা ঘিরে তেতে ওঠে পরিস্থিতি। 


এলাকায় ছুটে যান আসানসোল দক্ষিণের (Asansol South) বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। শুরু হয় অবস্থান-বিক্ষোভ। লাউদোহা থানার পুলিশ পৌঁছতে, পরিস্থিতি আরও তেতে ওঠে। পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক। আক্রান্ত বিজেপি প্রার্থী টুম্পা সেনের অভিযোগ, 'তৃণমূলের ছেলেগুলো সব হুমকি দিয়ে গেছে, পতাকাগুলো ছিঁড়ে ফেলে দিয়েছি সব। ভেঙে দিয়েছে। মারধর করছে। আমার স্বামী ছিল এখানে। ওনাকে ঠেলাঠেলি করেছে। আমাকে হুমকি দিয়েছে, যে বাড়িতে এরকম মেরে দিয়ে চলে যাব'।


যার বিরুদ্ধে অভিযোগ তিনি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দুর্গাপুুর-ফরিদপুর ব্লকের তৃণমূল সভাপতি তথা  জেলা পরিষদ প্রার্থী সুজিত মুখোপাধ্যায়। তিনি বলেছেন, 'মিথ্যা অভিযোগ, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আজকে বিজেপির যে প্রার্থী আছে কাঁটাবেড়িয়ায়, দাঁড়িয়ে সে একটিবার বলুক যে সুজিত মুখার্জির নেতৃত্বে মারধর হয়েছে। আগে ঘটনা ঘটেছে। তারপর আমি পৌঁছেছি। বিজেপি প্রার্থী বলছিল, আমি ভোটের দিন ওই এলাকায় যাব না। আমি বলেছি, তোর প্রয়োজন হবে, আমি তোকে নিয়ে যাব। তুই ভোট করাবি। মানুষ ভোট দেবে'।


আরও পড়ুন- জেলা পরিষদে কোথাও কি ভাল ফল করতে পারবে বিরোধীরা? কী বলছে C-Voter এর সমীক্ষা ?


লাউদোহা থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। থানার ওসির আশ্বাসে শেষপর্যন্ত অবস্থান-বিক্ষোভ তুলে নেয় বিজেপি। তবে অভিযুক্তদের গ্রেফতার না করা হলে, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে রেখেছে গেরুয়া শিবির।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial