সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর : ভয় দেখাতে এবার সিপিএমের (CPIM) মহিলা প্রার্থীর মাকে হুমকি-চিঠি পাঠিয়ে মেয়ে-নাতিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মাঝরাতে বাড়ির সামনে বোমাবাজি। পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) চন্দ্রকোণা ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। সিপিএম-তৃণমূল (TMC) চাপানউতোর শুরু।


পঞ্চায়েন নির্বাচনের (Panchayat Election 2023) মনোনয়ন পর্বের শুরু থেকে শেষ, স্ক্রুটিনি থেকে মনোনয়ন প্রত্যাহার। রাজ্যে গণতন্ত্রের উৎসব শুরুর আগেই ঝরেছে রক্ত ! ১৩ দিনে শেষ হয়ে গেছে ৮টি জীবন। সাদা থান পাঠানো থেকে, মারধর, উঠছে হুমকি চিঠি পাঠানোর অভিযোগ। বুধবার রাতে এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।


রাধাবল্লভপুর গ্রামসভায় সিপিএমের প্রার্থী হয়েছেন পম্পা দাস। সিপিএমের অভিযোগ, তৃণমূলের চাপের মুখেও তাঁদের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায়, ভয় দেখাচ্ছে তৃণমূল। পম্পা কর্মসূত্রে চন্দ্রকোণা পুরসভার তিন নম্বর ওয়ার্ডের মাধবপুরে বাপের বাড়িতে থাকেন। অভিযোগ, বুধবার রাত সেখানে বোমাবাজি করা হয়।


শুধু তাই নয় পরিবারের দাবি, দিয়ে যাওয়া হয় এই হুমকি চিঠি। যেখানে লেখা- 'তোমার মেয়েকে সাবধান করে দাও, যে জায়গাটায় গেছে, এই জায়গা থেকে সরে আসতে বল কালকের মধ্যে।ভবিষ্যতে তোমার ভীষণ ক্ষতি হতে পারে। তোমার নাতিপুতি ও মেয়ের কোন ক্ষতি হোক আমরা চাই না, যে তোমাদের চারজনের মধ্যে একজনের জীবন হারাক।'


ঘটনায় আতঙ্কিত সিপিএম প্রার্থী ও তাঁর পরিবার। আতঙ্কিত এলাকার মানুষ। ঘবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় চন্দ্রকোণা থানার (Chandrakona Police Station) পুলিশ। ঘটনা নিয়ে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বাম জমানায় মাঝেমধ্যে যে অভিযোগ তুলত তৃণমূল-সহ বিরোধীরা, এবার প্রার্থীপদ প্রত্যাহার করতে সেই কায়দায় বিরোধী প্রার্থীদের বাড়িতে সাদা থান, ফুলের মালা পাঠানোর অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে।


দক্ষিণ ২৪ পরগনার চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাম সমর্থিত নির্দল প্রার্থী সুব্রত গায়েনের পরিবারের অভিযোগ, গত ১৭ তারিখ তৃণমূল কর্মীরা বাড়িতে এসে সাদা কাপড়, ফুলের মালা ও মিষ্টির প্যাকেট দিয়ে যায়। মহিলা বিজেপি প্রার্থীকে মনোনয়ন প্রত্য়াহার করতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি ১ নম্বর ব্লকেও। গত ১৯ তারিখ রাতে, স্বামীকে মেরে ফেলার হুমকি দিয়ে তাঁর বাড়ির সামনে চিঠি, সাদা থান, রজনীগন্ধা ফুলের মালা, মিষ্টি রেখে যাওয়া হয় বলে অভিযোগ।


আরও পড়ুন- শীর্ষে বীরভূম, রাজ্যে কোন জেলায় কত আসনে জয় এল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ?


শুধু তাই নয়, হুমকি পোস্টার পড়েছে মুর্শিদাবাদের রানিনগরে। পোস্টারে শাসকদলের বিরুদ্ধে ভোটে লড়লে নির্দেল প্রার্থীর বাড়ি-ঘর জ্বালিয়ে গ্রাম ছাড়া করার হুমকি দেওয়া হয়। বাড়ির মহিলাদের তুলে নিয়ে যাওয়া এবং বাড়িতে সাদা থান পাঠানোর মতো কথাও লেখা রয়েছে পোস্টারে। এবার হুমকি চিঠির অভিযোগ পশ্চিম মেদিনীপুরে।