মনোজ বন্দ্যোপাধ্যায়, পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমানের (Purba Burdhamana) বুদবুদে জাতীয় সড়কের ধার থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে দানা বেঁধেছে রহস্য। পরিবারের দাবি, পঞ্চায়েত ভোটের রেজাল্টের দিন থেকে নিখোঁজ ছিলেন তিনি। তাঁদের অভিযোগ, কাউন্টিংয়ের দিন, পুলিশের (Police) মারে জখম হয়ে মৃত্যু হয়েছে তাঁর। এদিকে, মৃত ব্যক্তি তাঁদের সক্রিয় কর্মী বলে দাবি করছে তৃণমূল। যদিও পরিবারের দাবি, মৃতের সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ ছিল না। 


১১ জুলাই পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) গণনার দিন আচমকা নিখোঁজ হয়ে গেছিলেন। ৬ দিন পর, সোমবার সকালে উদ্ধার হল তাঁর মৃতদেহ। পূর্ব বর্ধমানের বুদবুদে রহস্যজনকভাবে মৃত্যু হল, এক ব্যক্তির। মৃতের নাম চাঁদু বাউড়ি। বাড়ি গলসিতে। তৃণমূলের দাবি, মৃত ব্যক্তি তাঁদের সক্রিয় কর্মী ছিলেন। যদিও এই দাবি উড়িয়ে পরিবার বলছে, এই ব্যক্তি কোনও রাজনৈতিক দলের ঘনিষ্ঠ ছিলেন না। ভোটের গণনার দিন (Vote Counting) বাজার করতে বেরিয়েছিলেন। ২ দিন খোঁজ না পেয়ে, বৃহস্পতিবার থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার।


কিন্তু প্রশ্ন উঠছে, গণনার দিন হঠাৎ, গলসি ছেড়ে প্রায় ১৭ কিমি দূরে বুদবুদে বাজার করতে কেন গেলেন এই ব্যক্তি ? মৃত্যুই বা হল কীভাবে ? তদন্ত শুরু করেছে পুলিশ।


এরইমধ্যে, সোমবার সকালে, ১৯ নম্বর জাতীয সড়কের পাশে, একটি ডোবার মধ্যে থেকে উদ্ধার হয় চাঁদু বাউড়ির পচাগলা মৃতদেহ। এই মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছে মৃতের পরিবার। তাদের অভিযোগ, সেদিন, অশান্তির কারণে, গণনাকেন্দ্রের বাইরে লাঠিচার্জ করেছিল পুলিশ। সেই লাঠির আঘাতেই জখম হযে চাঁদু বাউড়ির মৃত্যু হয়ে থাকতে পারে। যদিও মৃতকে দলের সক্রিয় কর্মী দাবি করে গলসি এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় বলেছেন, 'চাঁদু বাউড়ি আমাদের দলীয় কর্মী ছিল। কাউন্টিংয়ের আগের দিন পর্যন্ত লোকে এখানে দেখেছে। পুলিশ সূত্রে খবর, গায়ে কোনও ইনজুরি নেই। পোস্ট মর্টেম রিপোর্ট হাতে পাওয়ার আগে বিরোধীদের নামে কিছু বলা যাবে না।'


আরও পড়ুন- অভিষেককে নিয়ে বেঙ্গালুরুতে মমতা, রাহুলের সঙ্গে সনিয়া, নজরে বিরোধীদের মেগা বৈঠক


আরও পড়ুন- হারিয়েছে ফোন ? খুঁজে দেবে পুলিশই ! কী কী ধাপে এগোবেন ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial