কমলকৃষ্ণ দে, বর্ধমান: অভিনব কৌশলে রাস্তায় ট্রাক, লরি থামিয়ে চলত ছিনতাই। বর্ধমান (Burdwan) শহরে পুলিশের জালে ৪ ডাকাত। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি। এই চক্রে আর কারা জড়িত, কোথায় ডাকাতির পরিকল্পনা ছিল, খতিয়ে দেখছে পুলিশ।


পুলিশের জালে চার ডাকাত: মহিলা সেজে ডাকাতির ছক।পুলিশের তৎপরতায় বানচাল। গ্রেফতার ৪ ডাকাত। বর্ধমান শহরে ডাকাতির ছক কষেছিল দুষ্কৃতীরা। গ্রেফতার করার পর, তাদের মোডাস অপারেন্ডি জেনে হতবাক পুলিশ। সোমবার ভোরে পুলিশ খবর পায়,বর্ধমান শহরের মধ্যেই ১৯ নম্বর জাতীয় সড়কে কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছে।অভিযান চালিয়ে ৪ জনকে পাকড়াও করে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি অত্যাধুনিক পাইপগান, ২ রাউন্ড গুলি ছাড়াও ধারাল অস্ত্র উদ্ধার হয়।                   

পুলিশের দাবি, জাতীয় সড়কে ডাকাতি করত দলটি। মূলত টার্গেট ছিলেন ট্রাক বা লরি চালকরা। পুলিশ জানিয়েছে,মহিলা সেজে হাত দেখিয়ে লরি বা ট্রাক দাঁড় করাত এক দুষ্কৃতী।সেই সুযোগে পজিশন নিয়ে নিত তার সঙ্গীরা। একজন চালকের কেবিনে উঠে তাক করত বন্দুক। এরপর টাকাপয়সা ছিনতাই করে চম্পট দিত দুষ্কৃতীরা।পুলিশ জানিয়েছে, ধৃত ৪ জনই বর্ধমান শহরের বাসিন্দা। তাদের জেরা করে চক্রের বাকিদের সন্ধান চলছে।                 


এদিকে ফের একবার অমানবিক ঘটনার সাক্ষী থাকল কলকাতা। চেতলায় বিশেষ চাহিদা সম্পন্ন তরুণকে কটূক্তি ও মারধরের অভিযোগ উঠল ৪ জনের বিরুদ্ধে। পরিবারের দাবি, গতকাল সন্ধেয় বাড়ি থেকে বেরিয়ে বন্ধুর বাড়ি যাচ্ছিলেন বছর ২২-এর তরুণ। অভিযোগ, সাদার্ন অ্য়াভিনিউয়ের কাছে ৪ যুবক বিশেষ চাহিদা সম্পন্ন তরুণকে কটূক্তি করে। প্রতিবাদ জানিয়ে পুলিশে খবর দেওয়ার কথা বলায় বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মাথায় আঘাত লাগে আক্রান্ত তরুণের। টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুষকৃতীরা অধরা। পরিবারের দাবি, অভিযুক্তরা আগেও একাধিকবার বিশেষ চাহিদা সম্পন্ন তরুণকে রাস্তায় একা পেয়ে হেনস্থা করেছে। পরে বাড়িতে ফোন করে ক্ষমা চাওয়ায় তরুণের পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে সেইসময় কোনও ব্যবস্থা নেয়নি। এরপর গতকালের ঘটনা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial




আরও পড়ুন: Vitamin D Deficiency: ক্লান্তি আসছে সহজেই? বাড়ছে হাড়ে ব্যথা? ভিটামিন ডি-এর ঘাটতি হচ্ছে না তো? কীভাবে বুঝবেন?