• সব অশান্তির রিপোর্ট চাইল
    রাজ্য নির্বাচন কমিশন


    পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনেও তুমুল অশান্তি। রণক্ষেত্র মুর্শিদাবাদের ডোমকল। আসানসোলের বারাবনিতে তৃণমূল-সিপিএম সংঘর্ষ। লাভপুরে আক্রান্ত বিজেপি নেতা, কর্মীরা। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থীদের মারধর। সব অশান্তির রিপোর্ট চাইল রাজ্য নির্বাচন কমিশন। কেন মনোনয়ন জমা দেওয়া যাচ্ছে না? প্রশ্ন কমিশনের। বোমা ও অস্ত্র উদ্ধারের ব্যাপারে কমিশন কড়া নির্দেশ দিয়েছে জেলাগুলিকে। 


  • দিকে দিকে অশান্তি

    বাঁকুড়ার বিষ্ণুপুরে মনোনয়ন ঘিরে অশান্তি। বিজেপি প্রার্থীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির বিষ্ণুপুর গ্রামীণ মণ্ডল ১-এর সভাপতি তপন মাজুরির নেতৃত্বে এদিন ৫০ জন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে যান। বিডিও অফিসে ঢোকার আগেই তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। প্রতিবাদে পাত্রসায়রে পথ অবরোধ বিজেপির। অন্যদিকে, মনোনয়ন ঘিরে আসানসোলের বারাবনিতে উত্তেজনা, তৃণমূল ও সিপিএম কর্মীদের সংঘর্ষ। 


  • শাসক নেতার পকেটে পিস্তল!

    মনোনয়ন-অশান্তিতে রণক্ষেত্র মুর্শিদাবাদের ডোমকল। উত্তপ্ত ডোমকলে তৃণমূল অঞ্চল সভাপতির কোমরে গোঁজা আগ্নেয়াস্ত্র!পিস্তল নিয়ে বিডিও অফিস পাহারা তৃণমূল নেতার! সারাংপুর অঞ্চলের তৃণমূল সভাপতি বাসির মোল্লার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। ডোমকল বিডিও অফিস ঘিরে তৃণমূলের সশস্ত্র বাহিনী! সিপিএম-কংগ্রেসকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ। দু’পক্ষের মধ্যে মারপিট, ধস্তাধস্তি, বাঁশ-লাঠি নিয়ে ধাওয়া। দফায় দফায় উত্তেজনা, প্রতিরোধ গড়ে তোলেন বাম-কংগ্রেস কর্মীরা। নামানো হয়েছে র‍্যাফ, কমব্যাট ফোর্স। 


  • আইনরক্ষায় সিভিক, উঠছে প্রশ্ন

    আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবহার করা যাবে না সিভিক ভলান্টিয়ার। স্পষ্ট নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। ডোমকলে তাও রাস্তায় সিভিক ভলান্টিয়ার। কী করে? উঠছে প্রশ্ন। মনোনয়ন-অশান্তিতে রণক্ষেত্র মুর্শিদাবাদের ডোমকল। তৃণমূল অঞ্চল সভাপতির কোমরে গোঁজা পিস্তল। উদ্ধার করল পুলিশ। আইনের শাসনের জায়গায় শাসকের আইন? উঠছে প্রশ্ন।


  • অমর্ত্য-হেনস্থায় রাষ্ট্রপতিকে চিঠি

    জমি-বিতর্কে বিশ্বভারতীর ভূমিকার সমালোচনা করে, অমর্ত্য সেনের পাশে দাঁড়ালেন আরেক নোবেলজয়ী অর্থনীতিবিদ। রাষ্ট্রপতিকে চিঠি দিলেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ জর্জ আর্থার আর্কলফ সহ দেশ-বিদেশের নামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-গবেষক সহ ৩০২ জন। আবেদন, বিশ্বভারতীর উপাচার্যর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক। 


  • কংগ্রেস কর্মী খুনে ধৃত ২

    মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা তৃণমূল কর্মী বলে দাবি করেছে কংগ্রেস। তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসায় হামলা, অভিযোগ মৃতের বাবার। হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তৃণমূলকে নিশানা অধীরের। গ্রাম্য বিবাদে খুন হলেও, তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে, দাবি তৃণমূলের।