বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি:  পঞ্চায়েতে ( West Bengal Panchayat Poll 2023 )  কেন্দ্রীয় বাহিনী-মামলায় সুপ্রিম কোর্টে ( Supreme Court ) জোর ধাক্কা রাজ্যের। পঞ্চায়েত ভোটে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। ১৫ জুনের সেই নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট।


হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করতে আমরা আগ্রহী নই : সুপ্রিম কোর্ট                           

সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে গেল রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বাহিনী-বিরোধিতার আবেদন। পঞ্চায়েত ভোটে সর্বত্র মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 'স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সেই নির্দেশ দিয়েছিল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। হাইকোর্টের সেই নির্দেশে হস্তক্ষেপ করতে আমরা আগ্রহী নই। তাই কমিশন ও রাজ্যের স্পেশাল লিভ পিটিশন খারিজ করা হল।' রাজ্যের আবেদন খারিজ করে জানায়  সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরত্ন ও বিচারপতি মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চ। 


 হাইকোর্টের প্রশ্ন


১৩ জুন প্রথম নির্দেশ দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ১৫ জুন ফের কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সওয়াল রাজ্যের। 
এই ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতির কি পরিবর্তন হয়েছে? প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতির। রাজ্য কমপক্ষে পাঁচ রাজ্য থেকে পুলিশ চেয়েছে, সওয়াল রাজ্যের। 
'তার মানে আপনাদের কাছে পর্যাপ্ত পুলিশ নেই, তাই আপনারা প্রায় আধ ডজন রাজ্যের কাছে সাহায্য চেয়েছেন। নির্বাচন করানো মানে হিংসার লাইসেন্স দেওয়া নয়। হিংসা কখনও নির্বাচনের সহযোগী হতে পারে না', পঞ্চায়েত ভোটে বাহিনী-মামলায় মন্তব্য  সুপ্রিম কোর্টের বিচারপতির।


বিচারপতি জানান, রাজ্যে ২০১৩, ২০১৮ সালের নির্বাচনে গন্ডগোলের উদাহরণ আছে। প্রার্থীরা মনোনয়ন জমা করতে পারছেন না, জমা করলেও হিংসার সম্মুখীন হচ্ছেন, সংঘর্ষ হচ্ছে, মন্তব্য বিচারপতির।


'প্রাথমিক মূল্যায়নে ৬১,৬৩৬ বুথের মধ্যে  ১৮৯টি স্পর্শকাতর। এই বুথগুলির  জন্য কিছু অতিরিক্ত বাহিনীর প্রয়োজন রয়েছে, রাজ্যের কাছে সেই সাহায্য চাওয়া হবে' , সওয়াল কমিশনের। এতে আদালতের মন্তব্য, ' কমিশন কীভাবে হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করতে পারে? আপনারা রাজ্যের কাছে বাহিনী চেয়েছেন, সেই বাহিনী কোথা থেকে এল তাতে আপনাদের কী? বাহিনী রাজ্য থেকে এল, নাকি পাশের রাজ্য থেকে এল, নাকি কেন্দ্রীয় বাহিনী এল, তাতে আপনারা কীভাবে প্রভাবিত হচ্ছেন?  আপনাদের SLP-র গ্রহণযোগ্যতা কী?' রাজ্য নির্বাচন কমিশনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতির।