রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের সুতিতে তৃণমূলের ওপর হামলার অভিযোগ উঠছে কংগ্রেসের বিরুদ্ধে। আক্রান্ত মুজিবর রহমান ওমরাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ, পঞ্চায়েত ভোটে গন্ডগোল রুখে দেওয়ায় গতকাল রাতে তৃণমূল নেতার (TMC Leader) ওপর হামলা চালায় কংগ্রেস (Congress)। যদিও এবার ভোটে দাঁড়াননি প্রাক্তন প্রধান। কংগ্রেসের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
প্রসঙ্গত, জোড়া হিংসার ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে। তবে সুতিতে যেমন একদিকে অভিযোগের কাঠগড়ায় কংগ্রেস। তখন উল্টো ছবি মুর্শিদাবাদের রানিনগরে। এক কংগ্রেস সমর্থকের (Congress Supporter) বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগরের ডেপুটিপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ওই ঘটনায় একাধিক জখম হয়েছে। যদিও রানিনগরের গোধনপাড়া ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে একজনকে। তার নাম রেন্টু শেখ। তাঁর অবস্থা শোচনীয় থাকায় চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেছে। বোমায় তাঁর একটি পা ও হাত গুরুতরভাবে জখম হয়েছে বলে জানা গিয়েছে।
জখম রেন্টু শেখের স্ত্রীর অভিযোগ, পঞ্চায়েত ভোটেএলাকায় বাম-কংগ্রেস জোট প্রার্থীর জয়ের পর থেকেই তৃণমূলের অত্যাচার বেড়েছে। তিনি আরও জানিয়েছেন, 'বাড়ির সামনে তৃণমূলের লোকেরা আড্ডা মারে।' এহেন অস্বস্তিকর পরিস্থিতির মাঝেই আচমকাই ছন্দপতন।প্রসঙ্গত, ঝালদাকাণ্ডের স্মতি এখনও টাটাকা। তার ছায়াই কি ফিরে এল মুর্শিদাবাদের রানিনগরে ?
জানা গিয়েছে, গতকাল বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। জানা গিয়েছে, এই হামলার ঘটনায় কংগ্রেস এবং তৃণমূল, দুই দলের তরফেই ২ জন আহত হয়েছে। গোটা ঘটনায় ভয় দেখানোরও অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও এই ঘটনায় শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
প্রসঙ্গত, ভোটের আগেও মুর্শিদাবাদের এই রানিনগরেই কংগ্রেস প্রার্থী কুদ্দুস আলির বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছিল। তৃণমূল ছেড়ে কংগ্রেসে এসেছিলেন কুদ্দুস আলি। তৃণমূলের ব্লক সভাপতির উপস্থিতিতেই হামলার অভিযোগ উঠেছিল। কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে মুড়মুড়কির মতো বোমা পডার অভিযোগ উঠেছিল।
আরও পড়ুন, মণিপুর নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে চলেছে TMC
তবে ভোটের আগে রাজ্যের যে যে জেলাগুলিতে একাধিকবার বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে, তার মধ্যে অন্যতম এই মুর্শিদাবাদ। বারংবার বম্ব স্কোয়াডের আসা যাওয়া ছিল এই জেলার বুকে। একের পর এক হিংসার ঘটনার উদাহরণ রয়েছে এই জেলায়। তবে পঞ্চায়েত ভোট মিটে গেলেও এখনও অবধি অপরাধের ঘটনায় যবনিকা পড়েনি। যার জ্বলজ্যান্ত প্রমাণ মুর্শিদাবাদের রানিনগরের এই ঘটনা।