মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পান্ডবেশ্বরে রহস্যময় শিশু মৃত্যুর ঘটনায় এবার ফিঙ্গার প্রিন্ট এক্সপার্টরা এলেন শিশুর বাড়িতে। করলেন নমুনা সংগ্রহ। মূলত ছয় বছরের শিশুকে বাড়ির কুঁয়োতে ফেলে দেওয়ার ঘটনায় কার্যতই এখনও শিহরিত এলাকার বাসিন্দা।


ভবানী ভবন থেকে ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞরা এলেন ঘটনাস্থলে


পান্ডবেশ্বর কোন্দা গ্রামে শিশুর রহস্যময় মৃত্যুর ঘটনায় এবার ভবানী ভবন থেকে ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞরা এলেন ঘটনাস্থলে, আলমারি থেকে শুরু করে ঘরের অন্যান্য বেশ কিছু জায়গা থেকে নমুনা সংগ্রহ করলেন তাঁরা। গত সোমবার রাতে পান্ডবেশ্বর থানার কোন্দা গ্রামে পোস্ট অফিস এজেন্ট বাপি গোস্বামীর বাড়ির কুয়ো থেকে ছয় বছরের শিশুর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। 


দুষ্কৃতীরা চুরি করতে এসে ধরা পড়ার ভয়ে শিশুকে বাড়ির কুঁয়োতে ফেলে দিয়ে পালিয়ে যায়, দাবি পরিবারের


পরিবারের দাবি ছিল, দুষ্কৃতীর দল বাড়িতে চুরি করতে এসেছিল। ধরা পড়ার ভয়ে নাকি ওই ছয় বছরের শিশুকে বাড়ির কুঁয়োতে ফেলে দিয়ে পালিয়ে যায়।এই ঘটনার খবর পেয়ে পান্ডবেশ্বর থানার পুলিশ আসে, গতকাল পুলিশ কুকুর এনেও তদন্ত করা হয়।আজ ভবানী ভবন থেকে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্টরা কোন্দা গ্রামে আসেন ওই শিশুর বাড়িতে।মৃত শিশুর বাবা বাপি গোস্বামী অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।


যদি এটা দুষ্কৃতীদেরই কাজ হয়, তাহলে টাকা পয়সা কিছু না নিয়েই কেন দুষ্কৃতীরা পালিয়ে গেল ? প্রশ্ন পুলিশের


যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রিয়াঙ্কা ভট্টাচার্য, অভিযুক্তদের দৃষ্টিন্তমূলক শাস্তির দাবিতে আজও সরব হয়েছেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীও।তবে পরিবারের দাবি মাফিক , যদি এটা দুষ্কৃতীদেরই কাজ হয়, তাহলে টাকা পয়সা কিছু না নিয়েই কেন দুষ্কৃতীরা পালিয়ে গেল ? পাশাপাশি আরও একটি বড় প্রশ্ন উঠেছে। যদি দুষ্কৃতীরাই আসে ঘরে তাহলে ঘরের লোক থাকা সত্ত্বেও কেন ঘ্রুণাক্ষরেও টের পেলেন না তাঁরা? পুলিশ ঠিক এই জায়গা থেকেই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছে।


আরও পড়ুন, 'যাদের চিনি, তাঁদের কথা বলেছি..', CBI জিজ্ঞাসাবাদের পর বার্তা বিভাস অধিকারীর 


প্রসঙ্গত, ২০১৬ সালেও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল পূর্ব মেদিনীপুরে। মেচেদায় বাড়িওয়ালার ৫ বছরের ছেলেকে গলা টিপে খুনের অভিযোগ উঠেছিল ভাড়াটের কিশোরী মেয়ের বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছিল অভিযুক্তকে। তমলুকের জুভেনাইল আদালতে পেশও করা হয়েছিল।  পূর্ব মেদিনীপুরের মেচেদাতে ৫ বছরের শিশুকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ভাড়াটের নাবালিকা মেয়েকে।