মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: বিজেপি করার অপরাধে ঘরের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে তৃণমূল, এমন গুরুতর অভিযোগ আনলেন পাণ্ডবেশ্বরের কেন্দা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য নীলম সিং। স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই এই মারাত্মক অভিযোগ এনেছেন সদ্য বিজেপিতে যাওয়া পঞ্চায়েত সদস্য। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 


প্রসঙ্গত,বিধানসভা ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন পাণ্ডবেশ্বরের কেন্দা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য নীলম সিং। এরপর ভোটের ফল প্রকাশ হওয়ার পর থেকেই বিভিন্নভাবে তাঁর ওপর অত্যাচার চালাচ্ছিল তৃণমূল কর্মীরা, এদিন এই অভিযোগও করেন সদস্যা। নীলম সিংয়ের কথায়, হুমকির পাশাপাশি নানা কটূক্তিও করা হয় তাঁকে, এ দাবি করেছেন নেত্রী।  


নির্বাচনের ফল প্রকাশের বেশ কয়েকমাস ঘরছাড়া থাকার পর ফের ঘরে ফেরেন কেন্দা গ্রাম পঞ্চায়েতের এই সদস্যা, অভিযোগ, এরপর স্থানীয় তৃণমূল কর্মীরা তার ঘরের বিদ্যুৎ সংযোগ কেটে দেয়। বারবার দরবার করা হলেও কোনো কাজ না হওয়ায় রবিবার সকাল থেকে পাণ্ডবেশ্বর থানার সামনে অবস্থানে বসে পড়েন কেন্দা গ্রাম পঞ্চায়েতের সদস্যা নীলম সিং।


এদিকে, এই ঘটনায় বেশ বিড়ম্বনায় পড়ে যায় পুলিশ কর্মীরা। বারবার নীলম সিংকে উঠে যেতে বললেও যতক্ষণ সুবিচার না পাচ্ছেনভ,ততক্ষণ থানার ভেতর মূল গেটের সামনে বসে থাকবেন বলে সাফ জানিয়ে দেন নীলম সিং। তাঁর অভিযোগ,স্রেফ বিজেপি করার অপরাধে তাঁর ওপর এই ধরণের অত্যাচার চলছে। অবিলম্বে তার ঘরের বিদ্যুৎ সংযোগ না জুড়ে দেওয়া হলে থানাতেই বসে থাকবেন তিনি, এমনটাই জানিয়ে দেন। 


যদিও নীলম সিংয়ের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। দলের কেন্দা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা ও বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য যমুনা ধীবরের কথায়, এটা সম্পূর্ণই অন্য ব্যাপার। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। এক পঞ্চায়েত সদস্যা থানার ভেতরে বসে পড়ায় গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পাণ্ডবেশ্বর থানা চত্বরে,যা সামাল দিতে গিয়ে বেশ অস্বস্তিতে পড়েন পুলিশ কর্মীরা।


সকাল দশটা নাগাদ থানায় ঢুকে পড়ে সুবিচারের দাবীতে থানার ভেতরে বসে পড়েন কেন্দা গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্যা নীলম সিং। এইদিকে এই ইস্যুতে সুর সপ্তমে চড়িয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারী। তিনি এই ঘটনাকে ন্যক্কারজনক বলে অভিহিত করেন।