কলকাতা : সংসদে স্মোক ক্যান হামলা (Parliament Security Breach) ঘিরে রাজ্য থেকে জাতীয় রাজনীতিতে তোলপাড় অব্যাহত। প্রধানমন্ত্রী থেকে লোকসভার স্পিকার রাজনীতি না করার বার্তা দিলেও সেটা থামর কোনও লক্ষ্মণ নেই। গোটা ঘটনায় মূল অভিযুক্ত ললিত ওঝার (Lalit Ojha) বং-কানেকশন যত স্পষ্ট হচ্ছে, ততই রাজ্য রাজনীতির আঙিনায় শাসক-বিরোধী জড়িয়ে পড়ছে তরজায়।
এরমাঝেই সংসদে স্মোককাণ্ডের মাষ্টারমাইন্ড ললিত ঝা যুব তৃণমূলের নেতা বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুধু রাজ্যের শাসকদলকেই নয়, তৃণমূলের সঙ্গে সিপিএমকেও একসারিতে বসিয়ে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর কটাক্ষ, দেশ বিরোধী শক্তিকে মদত দেয় তৃণমূল ও সিপিএম। পাশাপাশি ললিতের সঙ্গে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠতা প্রমাণ করতে একাধিক ছবি প্রকাশ্যে এনেছে বিজেপি (BJP)।
রাজ্যের বিরোধী তথা কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেসও। দেশকে নিরাপত্তা দিতে বিজেপি ব্যর্থ বলেই অভিযোগ শানানোর পাশাপাশি গেরুয়া শিবিরের শাসনকালে দেশের বেকারত্ব বৃদ্ধি থেকে বিভিন্ন স্তরের মানুষের জন্য তৈরি হওয়া অসহিষ্ণুতা বাড়ার বিষয়টি নিয়েও আক্রমণ শানিয়েছে তৃণমূল। এই চাপানউতোরের মধ্যে তাৎপর্যপূর্ণ এই পোস্টটি করেন সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surya Kanta Mishra)। অভিযুক্তদের ছবি দিয়ে, সেখানে লেখা বছরে ১ কোটি চাকরির ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজকে চাকরির অভাবেই বিক্ষুব্ধ দেশের যৌবন। একই ভাষায় আক্রমণ শানিয়ে রাহুল গাঁধী বলেছেন, 'নিরাপত্তা তো লঙ্ঘিত হয়েছেই, কিন্তু কেন হয়েছে? দেশের সব থেকে বড় ইস্যু, বেকারত্ব, যেটা পুরো দেশেই রয়েছে মোদিজির নীতির কারণে, হিন্দুস্তানের যুবকরা চাকরি পাচ্ছে না।'
সংসদে 'স্মোক' অ্যাটাকের পর ৩ দিন পার হলেও এখনও এর কারণ স্পষ্ট হয়নি। কেন সংসদে হলুদ ধোঁয়া ছড়িয়ে দেওয়া হল ? তা জানা যায়নি। গত বুধবার লোকসভা চলাকালীন সেখানে ঢুকে, ‘রং স্প্রে’ করেন এবং স্লোগান দেয় ২ যুবক। এনিয়ে, হুলস্থুল বেধে যায়। ঠিক সেই সময়, সংসদের বাইরে ২ জনকে গ্রেফতার করে পুলিশ ৷ তাঁরাও ধোঁয়া ছড়িয়ে স্লোগান দিচ্ছিলেন।
আরও পড়ুন- ৮ টাকা ডিমের পিস ! জোগানে ঘাটতিতে হু হু করে চড়ছে দাম
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে