পার্থপ্রতিম ঘোষ, প্রকাশ সিনহা, কলকাতা: গ্রেফতার হওয়ার পর পরই ছেঁটে ফেলা হয়েছিল তাঁকে। একসময় দলের দু'নম্বর নেতা বলে গন্য হলেও, আজ তাঁর নাম বড় একটা মুখেও আনেন না তৃণমূল নেতৃত্ব। কিন্তু দল তাঁকে ঝেড়ে ফেলার চেষ্টা করলেও, এখনও তৃণমূলের পাশেই যে রয়েছেন তিনি, ফের একবার বুঝিয়ে দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। জানিয়ে দিলেন, তৃণমূল আরও বাড়বে। এ দিন তিন রাজ্যের ভোটের ফল নিয়েও মন্তব্য করেন তিনি (Partha on TMC)।
একসময় দলের দু'নম্বর নেতা বলে গন্য হতেন পার্থ
রাজ্যের একমাত্র উপনির্বাচনে বৃহস্পতিবার নিজেদের দখলে থাকা সাগরদিঘি আসন হাতছাড়া হয়েছে তৃণমূলের। ত্রিপুরায় সাড়া জাগিয়েও খাতা খুলতে পারেনি দল। মেঘালয়ের ভোট প্রচারে 'বাংলা মডেল' তুলে ধরলেও, সেখানে ডাবল ডিজিট থেকে অনেকটা দূরেই থেমে যেতে হয়েছে। অর্থাৎ তিন রাজ্যের বিধানসভা নির্বাচন এবং সাগরদিঘির উপনির্বাচনের ফলের দিন তৃণমূলের দিনটা ভাল না গেলেও, দলের পাশেই দাঁড়ালেন পার্থ। জানিয়ে দিলেন, "তৃণমূল দলটি থাকার, থাকবে। আরও বাড়বে।"
নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার পার্থ, শান্তিপ্রসাদ সিন্হা, চন্দন মণ্ডল-সহ ১৩ জনকে ফের আলিপুর আদালতে তোলা হয়। আদালতে যাওয়ার পথে ফের একবার দলের পাশে দাঁড়ান তৃণমূলের প্রাক্তন মহাসচিব এবং রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সাগরদিঘির উপনির্বাচনে দলের হার বা মেঘালয়ের ফল নিয়েও প্রশ্নের জবাব দেন তিনি। সাগরদিঘির হার নিয়ে প্রশ্ন করলে বলেন, "দল নিশ্চয়ই পর্যালোচনা করবে।" ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড নিয়ে প্রশ্ন করলেও একই জবাব আসে। পার্থ বলেন, "বললাম তো, দল পর্যালোচনা করবে।"
আরও পড়ুন: Mamata Banerjee: জোট হবে মানুষের সঙ্গে, '২৪-এ কারও হাত ধরবে না তৃণমূল, জানিয়ে দিলেন মমতা
নিয়োগ দুর্নীতির মামলায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা নগদ এবং সোনা ও হিরের অলঙ্কার উদ্ধার, তাঁর গ্রেফতারির ছ'দিন পর, পার্থকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দল থেকে তাঁকে সাসপেন্ডও করা হয়। এর পর যত সময় গিয়েছে, পার্থর সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন তৃণমূল নেতৃত্ব। দল তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করলেও, ধারাবাহিকভাবে দলের পাশে দাঁড়িয়েছেন পার্থ, সে দলের পাশে থাকার বার্তাই হোক, বা প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানানোই হোক।
গ্রেফতারির ছ'দিন পর, পার্থকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব
এর আগে তৃণমূলের উদ্দেশে ডিসেম্বর মাসকে ডেডলাইন করে বার বার হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময়ও দলের পাশে থাকার বার্তা শোনা গিয়েছিল পার্থর গলায়। বলেছিলেন, "তৃণমূলের কোনও ক্ষতি কেউ করতে পারবে না।" রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের ফলও তৃণমূলের পক্ষে যাবে বলেও বার্তা দিয়েছেন পার্থ। যদিও এ নিয়ে উচ্চবাচ্য করতে নারাজ জোড়াফুল শিবির।