কলকাতা: গ্রেফতার করা হল পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। গ্রেফতার মন্ত্রী-ঘনিষ্ঠ অভিনেত্রী ও মডেল অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। এই খবর হওয়ার পর থেকেই রাজ্য-রাজনীতির পাশাপাশি সোশাল মিডিয়া ভেসেছে অজস্র মিমে (meme)।
পার্থর গ্রেফতারিতে মিম
ED জানিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ঘরের মেঝেতে থরে থরে সাজানো টাকার ছবিও ভাইরাল। ২ হাজার ও ৫০০ টাকার নোট। সেইসঙ্গে সামনে এসেছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের একসঙ্গে ছবিও। আর এই নিয়েই রাজ্য রাজনীতি যেমন সরগরম, তেমনই সোশাল মিডিয়াতেও অজস্র মিমের ছড়াছড়ি।
কেউ একজন ফেসবুকের ওয়ালে লিখেছেন, 'স্কুলে যখন TENSE পড়তাম, তখন ইংরেজির শিক্ষক বলতেন, কারও পিছনে ED লাগলে, তার কালের পরিবর্তন হয়!!'
অন্য একটি মিমে আবার, অভিনেতা দেবের চাদের পাহাড় ছবির পোস্টারে, দেবের জায়গায় পার্থ চট্টোপাধ্যায়ের মুখ দিয়ে লেখা হয়েছে, 'টাকার পাহাড়...শুভ গ্রেফতারি!!'
আরেকটিতে দেখা যাচ্ছে টাকার পাহাড়ের পাশে পার্থ ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতার ছবি দিয়ে লেখা, 'দিদির অনুপ্রেরণায় পার্থ-অর্পিতার ‘লক্ষীর ভান্ডার’।'
আরেকটি মিমে লেখা, 'অফুরন্ত ভান্ডার, পাশে লক্ষ্মী! আর কী চাই...'
সোশাল মিডিয়ায় পোস্ট করা আরেকটি পোস্টে লেখা, 'মঞ্চে মুড়ি, ফ্ল্যাটে কুড়ি।'
অন্যটিতে পার্থ ও অর্পিতার ছবি দিয়ে লেখা, 'Directed by ED, Produced by DIDI।'
আরেকটি পোস্টে লেখা, 'নোট গণনা চলছে। দুই রাউন্ড শেষে পার্থবাবু ৪০ কোটি নোটে এগিয়ে। এগিয়ে বাংলা, ঠেলা সামলা!!'
অর্পিতা মুখোপাধ্যায়ের বিভিন্ন ছবি দিয়ে লেখা হয়েছে, 'খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী এখন ইতিহাস। পাঁচতারা মল, পুরোটাই পার্থ-সাথী!!'
অন্য একটি মিম, সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এখানে শোভন-বৈশাখীর ছবি দিয়ে লেখা, 'শুনলাম বাজারে আমাদের নতুন কম্পিটিটর এসেছে।' একদিকে পার্থ-অর্পিতার ছবি, অন্যদিকে শোভন-বৈশাখির ছবি, নিচে লেখে, 'পুরুষের সৌন্দর্য ভুঁড়িতে, নারীর সৌন্দর্য শাড়িতে!!'
শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বলেছিলেন, 'টাকা মাটি, মাটি টাকা!!' সেটাকে বদলে লেখা হয়েছে, 'টাকা ফ্ল্যাটে, ফ্ল্যাটে টাকা!!'
আরেকটি মিমে অভিনেতা পরেশ রাওয়াল বলছেন, 'ও ফেঁসে গেছে...'। আরেকটিতে পার্থ ও অর্পিতার ছবির পাশে লেখা, ‘পার্থসাথী প্রকল্প’!! কোথাও আবার, সাঁওতালি গানের লাইন বদলে লেখা হয়েছে... 'ইনি বিনি টাপা টিনি টানা টুনি টাসা, পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ঘরে কুড়ি কোটি ঠাসা।' আরেকটি লেখা হয়েছে, 'জেলা সভাপতির দেহরক্ষীর ১০০ কোটি। আর মহাসচিবের ঘনিষ্ঠর মাত্র ২০ কোটি। লজ্জা লাগা দরকার।'
একদিকে পার্থ-অর্পিতার ছবি, আরেকদিকে টাকার পাহাড়ের ছবি দিয়ে লেখা, 'রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরে তার ২৫ শতাংশ আছে।'
পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, 'যা দেখছি, কেই নায়ক সিনেমার Remake করলে স্বপ্নদৃশ্যের জন্যে ‘টাকার পাহাড়ে’র অভাব হবে না এই বাংলায়!!'
এর মধ্যেই পুরনো আরেকটি মিম, ফের সোশাল মিডিয়ার দেওয়ালে ফুটে উঠেছে। সেখানে বামফ্রন্ট আমলের স্কুল শিক্ষামন্ত্রী পার্থ দে’র একটি ছবি দিয়ে লেখা, 'এনার নামও পার্থ, তবে পার্থ দে! ইনিও ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন, বামফ্রন্ট সরকারের আমলে। পিছনের বাড়িটা এই ভদ্রলোকের বাড়ি। তফাৎ ছিল, তফাৎ থাকবে!!'