নয়াদিল্লি: সাল ১৯৯৪। কাউন্টি ক্রিকেটে রেকর্ড ৫০১ রান করেছিলেন ব্রায়ান লারা (Brian Lara)। সেই ঘটনার ২৮ বছর পর ফের কোনও ব্যাটার কাউন্টি ক্রিকেটে চারশো পেরলেন। তিনি স্যাম নর্থইস্ট (Sam Northeast) ।


কাউন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন স্যাম নর্থইস্ট। লেস্টারশায়ারের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে গ্ল্যামারগনের হয়ে একাই করলেন ৪০০ রান। সেই সুবাদে একসঙ্গে একাধিক ফার্স্ট ক্লাস রেকর্ড গড়লেন ৩২ বছর বয়সী ডানহাতি ব্যাটার।


লেস্টারের ৫৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমে গ্ল্যামারগন তাদের প্রথম ইনিংসে রানের পাহাড়ে চড়েছে। তারা ৫ উইকেটের বিনিময়ে ৭৯৫ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। নর্থইস্ট ৪১০ রান করে অপরাজিত থাকেন। ৪৫০ বলের ইনিংসে তিনি ৪৫টি চার ও ৩টি ছক্কা মারেন।


১৯৯৪ সালে ৫০১ রান করেছিলেন লারা। তার পরে ২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ব্রায়ান লারা অপরাজিত ৪০০ রান করার পর থেকে এই প্রথম কোনও ব্যাটার প্রথম শ্রেণির ক্রিকেটে চারশো রানের গণ্ডি টপকালেন।


 






প্রথম শ্রেণির ক্রিকেটে এটি ১১তম ৪০০ বা তারও বেশি রানের ইনিংস। নবম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০০-র বেশি রানের ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি নবম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। চতুর্থ ক্রিকেটার হিসেবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৪০০ রানের ইনিংস গড়লেন নর্থইস্ট। কাউন্টিতে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটা। গ্ল্যামারগনের প্রথম ক্রিকেটার হিসেবে ৪০০ রানের ইনিংস খেললেন নর্থইস্ট।


আরও পড়ুন: এক ফ্রেমে দুই কিংবদন্তি, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়