কলকাতা: রাতের শহরে শ্যুটআউট। গোর্কি সদনের সামনে গুলিবিদ্ধ হাওড়ার ব্যবসায়ী পঙ্কজ সিং। আর এই নিয়ে ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, “সমাজবিরোধীরা তৃণমূলের আশ্রয়ে, তাই এত বাড়বাড়ন্ত।’’ তোলাবাজি, জমি দখল, দাদাগিরি করছে, পুকুর বোজাচ্ছে। কিন্তু গ্রেফতার হচ্ছে না। রাতের শহরে ব্যবসায়ীকে গুলিকাণ্ডে আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ দিলীপ ঘোষের।
পুলিশ সূত্রে খবর, রাত ১১টা নাগাদ বন্ধুর বাড়ির পার্টি থেকে ৩ সঙ্গীকে নিয়ে ফিরছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, পার্ক সার্কাসের দিক থেকে রবীন্দ্র সদনের দিকে যাওয়ার সময়, ৫-৬টি মোটরবাইকে প্রায় ১৫-১৬ জন দুষ্কৃতী ব্যবসায়ীর গাড়ি আটকায়। গোর্কি সদনের সামনে গাড়ি থেকে নামতেই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় তারা। ব্যবসায়ীর ডান কাঁধে গুলি লাগে। তাঁকে একবালপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখছে লালবাজারের গুন্ডা দমন শাখা। ব্যবসায়িক শত্রুতার জেরে হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
দিনকয়েক আগে প্রোমোটিং বিবাদের জেরে বাঁশদ্রোণীর সোনালি পার্কে বাড়িতে ঢুকে রাতে যুবককে লক্ষ্য করে চলে গুলি। গৃহকর্তা প্রদীপ দেবনাথ প্রোমোটার। তাঁর অভিযোগ, রাতে পৌনে ১২টা নাগাদ কুখ্যাত দুষ্কৃতী নান্টির ছেলে শুভ ঘোষের নেতৃত্বে বাড়িতে চড়াও হয় সশস্ত্র দুষ্কৃতীরা। সেইসময় প্রোমোটারের বাড়িতে ছিলেন অভিষেক মুখোপাধ্যায় নামে এক যুবক। প্রোমোটারের অভিযোগ, তিনিই টার্গেট ছিলেন। কিন্তু তাঁকে না পেয়ে ওই যুবককে লক্ষ্য করে পরপর কয়েকরাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। যুবকের হাতে গুলি লাগে। তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়। রাতেই ঘটনাস্থলে যায় বাঁশদ্রোণী থানার পুলিশ। এই ঘটনায় ৫ জনের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়।
আরও পড়ুন: Priyanka Tibrewal : ভবানীপুর উপনির্বাচনে আজ মনোনয়নপত্র জমা দেবেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা