কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) চার্জশিট জমা দিল সিবিআই (CBI)। এসএসসির গ্রুপ সি মামলায় প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। এর আগে ১৭২ পাতার চার্জশিট জমা দিয়েছিল ইডি। এবার চার্জশিট জমা দিল সিবিআই। দুর্নীতির তদন্ত শুরুর ৫১ দিনের মাথায় চার্জশিট জমা দিল সিবিআই। জানা গিয়েছে, সিবিআইয়ের দেওয়া চার্জশিটের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় সহ ১৬ জনের নাম রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়সহ (Partha Chatterjee) চার্জশিটে নাম রয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহার। তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রসহ একাধিক ধারার উল্লেখ রয়েছে তাতে। এসএসসি দুর্নীতিতে (SSC Scam) কার কী ভূমিকা ছিল, চার্জশিটের পরতে পরতে তার উল্লেখ রয়েছে। বৃহত্তর ষড়যন্ত্র এবং এর অন্যতম মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। চার্জশিটে (Charge Sheet) উল্লেখ রয়েছে এমনটাও। এমনটাই খবর সূত্রের।



সিবিআই (CBI) সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা প্রথম যে এফআইআর দায়ের করেছিল সেখানে ৫ জনের নাম ছিল। তাঁদের মধ্যে প্রথম নাম ছিল শান্তিপ্রসাদ সিন্‌হা। দ্বিতীয় নাম সমরজিৎ আচার্য, তৃতীয় নাম সৌমিত্র সরকার, চতুর্থ নাম অশোক সাহা এবং পঞ্চম নাম কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এই এফআইআরে (FIR) নাম থাকা প্রত্যেকেরই আজকের চার্জশিটে নাম রয়েছে। এই পাঁচজনের মধ্যে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অশোক সাহা এবং শান্তিপ্রসাদ সিন্‌হা গ্রেফতার হন গত ১১ অগস্ট। এরপর ১৫ সেপ্টেম্বর গ্রেফতার হন কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly)।


আরও পড়ুন - Dilip Ghosh: 'তথ্য প্রমাণ নষ্টের জন্য তদন্তের নাটক করছে সিআইডি ?' বিস্ফোরক দিলীপ


এর আগে এসএসসির গ্রুপ সি (SSC Group C) কর্মী নিয়োগে দুর্নীতির মামলায় এফআইআর করেছিল সিবিআই। এসএসসির মোট ৪টি মামলায় এফআইআর দায়ের করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সিবিআইয়ের নতুন এফআইআরে শান্তিপ্রসাদ সিন্হা-সহ মোট ৫ জনের নাম ছিল। আরটিআইয়ের মাধ্যমে ঘুরপথে দুর্নীতি হত বলে বিস্ফোরক অভিযোগ করা হয়েছিল সিবিআইয়ের এফআইআরে। এফআইআরে নাম ছিল কল্যাণময় গঙ্গোপাধ্যায়েরও। গত ১৫ সেপ্টেম্বর এসএসসি দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। টানা জেরার পরে গ্রেফতার করা হয় কল্যাণময়কে। পার্থ চট্টোপাধ্যায়, ২ এসএসসি কর্তা, মিডলম্যানের পরে গ্রেফতার হন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। ভুয়ো নিয়োগপত্রে কল্যাণময়ের সই রয়েছে বলে অভিযোগ করেছিল সিবিআই।