প্রকাশ সিনহা, কলকাতা: SSC-র পর এবার টেট দুর্নীতিতেও (TET Corruption Case) নাম জড়াল পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে মিলেছে ২০১২ সালের টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি। মিলেছে SSC-র শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথিও। পার্থর বাড়ির সিজার লিস্টের ১৫ নম্বরে উল্লেখ ইডি-র। ২০১২ সালের টেটের প্রথম তালিকা বাতিল করে দ্বিতীয় তালিকা প্রকাশিত হয়। সিজার লিস্টের ১৩ নম্বরে উল্লেখ, পার্থর বাড়িতে মিলেছে শিক্ষক নিয়োগ, বদলি সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড। ইডি-র দাবি, শুধু টেট বা SSC সংক্রান্ত নথি নয়, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অর্পিতার (Arpita Mukherjee) নামে থাকা ৭টি সম্পত্তির দলিল মিলেছে। সিজার লিস্টে তারও উল্লেখ রয়েছে।
টেট দুর্নীতিতে নাম জড়াল পার্থ চট্টোপাধ্যায়ের: নিয়োগ দুর্নীতি মামলায় সামনে আসছে একের পর এক তথ্য। এবার টেট দুর্নীতিতেও নাম জড়াল প্রাক্তন শিক্ষামন্ত্রীর। তদন্তে নেমে একাধিক নথি উদ্ধার করে ইডি। যার একটি তালিকায় তৈরি করা হয়েছে। সেই তালিকারই ১৫ নম্বরে উল্লেখ করা হয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে মিলেছে ২০১২ সালের টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি। এই সংশোধিত তালিকাতেই দুর্নীতি এবং কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ ওঠে। পাওয়া গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির এতটি নোটও। শুধু তাই নয়, সিজার লিস্টের ১৩ নম্বরে উল্লেখ, পার্থর বাড়িতে মিলেছে শিক্ষক নিয়োগ, বদলি সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড। উল্লেখ্য এর আগে সিবিআই জিজ্ঞাসাবাদে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, কোনও কমিটি তিনি নিয়ন্ত্রণ করতেন না। কমিটি কীভাবে কাজ করত, সে বিষয় তিনি জানতেন না। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে একাধিক নথি উদ্ধারের পর ইডি আধিকারিকদের দাবি, এসএসসি, গ্রুপ-ডি ছাড়াও টেট দুর্নীতি মামলায় নাম জড়াল প্রাক্তন শিক্ষামন্ত্রীর।
জেরায় সহযোগিতা করছেন অর্পিতা: এদিকে জেরায় সহযোগিতা করছেন অর্পিতা (Arpita Mukherjee)। তাঁর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। কিন্তু মুখ খুলছেন না পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। দাবি ইডি-র (ED)। ইডি সূত্রে দাবি, স্কুলে নিয়োগ দুর্নীতির পিছনে রয়েছে অদৃশ্য হাত। সেই হাতের মাধ্যমেই টাকা নেওয়া হয়েছে। ইডি সূত্রে খবর, এ নিয়ে পার্থ চট্টোপাধ্যায় এখনও মুখ খোলেননি। ইডি সূত্রে খবর, পার্থ ও অর্পিতাকে আলাদা বসিয়ে জেরা করা হলেও, দু’জনের বয়ানে ফারাক ধরা পড়লে, আজই মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা।
আরও পড়ুন: SSC: "পাঁচজনের বেশি নামের তালিকা দেওয়া হয়েছিল", অনন্তদেবের মন্তব্যে পাল্টা তোপ বিরোধী শিবিরের