সন্দীপ সরকার, কলকাতা : জোকা ইএসআই-তে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee ) বলেছিলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। আর বেরনোর সময় তিনি বললেন ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত সঠিক’ !
‘দলের সিদ্ধান্ত কি ঠিক?'
নিয়োগ-দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পাঁচদিন পর, দল ও সরকারের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁকে তিনটি দফতর থেকে সরানোর কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । এরপর শুক্রবারই এল পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া। হাসপাতাল থেকে বেরনোর সময় সাংবাদিকদের তরফে প্রশ্ন আসে, ‘দলের সিদ্ধান্ত কি ঠিক?'
একবার নয়, বাবার এই প্রশ্ন করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তারপর তাঁর সোজাসাপ্টা প্রতিক্রিয়া, দলের সিদ্ধান্ত সঠিক কিনা সময় বলবে। দলের সিদ্ধান্ত সঠিক কিনা ফের প্রশ্ন করলে তিনি বলেন, তা নিরপেক্ষ তদন্তকে প্রভাবিত করতে পারে।
আরও পড়ুন :
রাতারাতি অর্পিতা মুখোপাধ্যায়ের চারটি বিলাসবহুল গাড়ি রহস্যজনকভাবে উধাও !
কড়া জবাব কুণালের
পার্থ চট্টোপাধ্যায়ের এই প্রতিক্রিয়ার কড়া জবাব দিয়েছেন দলীয় মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh ) । তিনি বলেন, ' পার্থ দাও তো অনেক সময় অনেকের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, সময় করে ভেবে দেখবেন, তা সব ঠিক ছিল কিনা, আর এই সিদ্ধান্ত ঠিক কিনা কালের যাত্রাপথে তা প্রমাণ হবে। '
পার্থ চট্টোপাধ্যায়কে তো বোড়ে করা হল : সুজন
বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, ' দলের সিদ্ধান্ত তো সঠিক নয়। পার্থ চট্টোপাধ্যায়কে তো বোড়ে করা হল। অপরাধ একা পার্থ চট্টোপাধ্যায়ের নয়, অপরাধ মমতা বন্দ্যোপাধ্যায়েরও, তা আজ পার্থ চট্টোপাধ্যায়ের কথায় প্রমাণ হয়ে গেল '
বৃহস্পতিবার , অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, পার্থকে দলের সমস্ত পদ থেকে অপসারণ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া অবধি তাঁকে সাসপেন্ড করে তৃণমূল। মন্ত্রিসভা থেকে সরানোর পর এই তিনটি দফতর আপাতত নিজের হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামীদিনে তিনি এই তিনটি দফতর কাকে দেবেন? না কি পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে এই ভয়ঙ্কর কাণ্ডের পর শেষ অবধি কি মন্ত্রিসভা ঢেলে সাজাবেন মুখ্যমন্ত্রী? ঘরে-বাইরে তীব্র প্রতিক্রিয়ার মুখে দীর্ঘদিন ঘনিষ্ঠ বৃত্তে থাকা পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে অবশেষে সরানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ! কিন্তু, তাতে অবশ্য বিন্দুমাত্র সন্তুষ্ট নয় বিরোধীরা। তাদের দাবি, কান নয়, মাথা ধরতে হবে।