ত্রিনিদাদ: আজ, শুক্রবার (২৯ জুলাই) থেকে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ (IND vs WI T20I)। ওয়ান ডেতে উইন্ডিজদের হোয়াইটওয়াশ করার পর, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও নিজেদের দাপট অব্যাহত রাখতে চাইবে টিম ইন্ডিয়া। ওয়ান ডে সিরিজে বিশ্রামের পর এই সিরিজে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন বেশ কিছু ভারতীয় তারকারা।


রোহিতের কামব্যাক


টি-টোয়েন্টিতে বর্তমান বিশ্বের এক নম্বর দল ভারত। অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজ সাত নম্বরে রয়েছে। তবে পাওয়ার হিটারদের দৌলতে এই ফর্ম্যাটে উইন্ডিজরা বরাবরই শক্তিশালী প্রতিপক্ষকে। তাই লড়াইটা বেশ কঠিনই হতে চলেছে। এই সিরিজে ভারতীয় দলে ফিরছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), ফিরছেন ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্যরাও। ফলে ভারতীয় দলের শক্তি যে বেশ কিছুটা বাড়বে, সেই নিয়ে সন্দেহ নেই। এই সিরিজেই রোহিত একাধিক রেকর্ড গড়ে ফেলতে পারেন। 


রোহিতকে টপকে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সর্বাধিক রানের অধিকারী হয়ে গিয়েছেন মার্টিন গাপ্টিল। রোহিতের থেকে কিউয়ি তারকা ২০ রানে এগিয়ে গিয়েছেন। হারানো শীর্ষস্থান ফের একবার প্রথম টি-টোয়েন্টি দখল করে নিতে পারেন রোহিত। রোহিতের টি-টোয়েন্টিতে মোট রান সংখ্যা ৩,৩৭৯। তালিকায় তৃতীয় স্থানে থাকা বিরাট কোহলি অবশ্য এই সিরিজে না খেলায় তার রানসংখ্যা বাড়ার কোনও সম্ভাবনা নেই।


এলিট লিস্টে সামিলের সুযোগ


তবে এর পাশাপাশি রোহিত সৌরভ গঙ্গোপাধ্য়ায়, সচিন তেন্ডুলকরদের এলিট লিস্টেও নাম লিখিয়ে ফেলতে পারেন এই সিরিজে। ভারতীয় অধিনায়ক আর ১০৮ রান করতে পারলেই এই সিরিজেই সপ্তম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রান পূর্ণ করে ফেলবেন। রোহিতের আগে সচিন, বিরাট কোহলি, সৌরভ, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দ্র সহবাগের দখলে আন্তর্জাতিকে ভারতের হয়ে ১৬ হাজারের অধিক রান করার কৃতিত্ব রয়েছে। সুতরাং, অধিনায়ক রোহিত তো বটেই, ব্যাটার রোহিতের দিকে এই সিরিজে বিশেষ নজর থাকবে।


আরও পড়ুন:রাহুলের অনুপস্থিতিতে ওপেনিংয়ে কি পন্থই, কখন, কোথায় দেখবেন ভারত-উইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি?