পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: নিয়োগ-দুর্নীতিতে ফের পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের বিরোধিতা ইডির (ED)। নিয়োগ দুর্নীতির অঙ্ক ১৫০ কোটি টাকার বেশি, আদালতে দাবি ইডির। এও বলা হয়েছে, ‘পার্থ-কাণ্ডে আরও দুটি কোম্পানির হদিশও পাওয়া গিয়েছে। এর মধ্যে একটি কোম্পানির মালিকানা পার্থর জামাইয়ের নামে। অপর কোম্পানির মালিক পার্থর এক আত্মীয়’। 


এছাড়াও বলা হয়েছে, ‘বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্টের নামে পাটুলিতে ১৮ কাঠা জমি। বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান পার্থর মেয়ে’ , আদালতে দাবি ইডির আইনজীবীর। অন্যদিকে জেল থেকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘মামলার চার্জশিট হয়ে গেছে, নতুন কিছু নেই। ডাকলেই যাব, তদন্তে সহযোগিতা করতে রাজি। স্বাস্থ্যের কথা ভেবে আমাকে যে কোনও শর্তে জামিন দিন'। এদিন
জেল থেকে ভার্চুয়ালি আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের। যদিও  ফের পার্থর জামিনের বিরোধিতা ইডি-র। জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের আবেদন করে তাঁরা।                                              


অন্যদিকে, মায়ের সঙ্গে কথা বলতে চাই, এই আর্জি করে কেঁদে ভাসালেন অর্পিতা মুখোপাধ্যায়। যদিও ইডির আইনজীবীর তরফে পাল্টা মন্তব্য করে বলা হয়,  ‘আন্দোলনরত চাকরিপ্রার্থীদের চোখের জল দেখতে পারছেন না?’                                                     


আরও পড়ুন, পরীক্ষায় শূন্য পেয়েও কমিশনের সার্ভারে প্রাপ্ত নম্বর ৫০, অবশেষে দুর্নীতি মানল এসএসসি


প্রসঙ্গত, চাকরির দাবিতে আন্দোলনে বসা মুখগুলোয় এবারও শুধুই হতাশার অন্ধকার! চাকরিটা যে এখনও হয়নি! অভিযোগ, নিয়োগের পরীক্ষায় সফল হলেও, চাকরি মেলেনি। মহালয়ায় যখন মায়ের চক্ষুদান হচ্ছে, আন্দোলনের বসা মায়েদের চোখে তখন জল। ছেলে-মেয়েদের নিয়ে উমা আসছেন বাপের বাড়ি। কিন্তু, বাস্তবের উমারা পরিবার, সন্তান ছেড়ে এখনও বসে আছেন রাস্তায়।                         


তবে এদিন প্রাথমিক TET’এ ভুল প্রশ্ন সংক্রান্ত মামলায়, আরও ২২ জনকে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে ৪ দফায় আরও ২৫৪ জনকে নিয়োগের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।