প্রকাশ সিনহা, অর্ণব মুখোপাধ্যায়, আবির দত্ত, কলকাতা : CGO কমপ্লেক্সের ৭ তলায় রয়েছে ED’র একটি কনফারেন্স রুম। সেখানেই বানানো হয়েছে অস্থায়ী তিনটি লক আপ। তারই একটিতে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। সেলে রয়েছে একটি খাট, বিছানা ও সিলিং ফ্যান। সেখানে কোনও অ্যাটাচ টয়লট নেই। টয়লেটে যেতে হলে, নিরাপত্তারক্ষীদের সাহায্য নিয়ে যেতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে।  আর কী খাচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ? সাধারণের আগ্রহের শেষ নেই ! 


 রয়েছে ডায়াবেটিস, প্রেসার, থাইরয়েডের সমস্যা
সোমবার ভুবনেশ্বর AIIMS’এ পার্থ চট্টোপাধ্যায়ের অনেক রকম শারীরিক পরীক্ষা নিরীক্ষা হয়। হাসপাতালে রিপোর্ট বলছে, পার্থ চট্টোপাধ্যায়ের ওজন এখন ১১১ কিলো। রয়েছে ডায়াবেটিস, প্রেসার, থাইরয়েডের সমস্যা। সোমবার দুপুরে, সমস্ত টেস্টের পর, ডায়াবেটিস ডায়েট দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সোমবার দুপুরে দেওয়া হয়, রুটি, ডাল, সবজি, টকদই। কিন্তু, হাসপাতাল সূত্রে খবর, রুটির বদলে ভাত দিতে অনুরোধ করেন তৃণমূল মহাসচিব। সন্ধেয়, পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনশ্বর AIIMS’ থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। রাতে তাঁকে রাখা হয়, AIIMS’এর অতিথি ভবনে। 

আরও পড়ুন - 


'ওদের বাড়ির লোক কীভাবে চাকরি পেল', অর্পিতার মামার বাড়ির দিকে স্থানীয়দের আঙুল


 সন্ধেয় লিকার চা
সূত্রের খবর, সন্ধেয় লিকার চা খান পার্থ চট্টোপাধ্যায়।  রাতে, ED’র তরফে, তাঁকে দেওয়া হয়, রুটি, তরকারি। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একই ঘরে রাতে ছিলেন ৩ জন ED অফিসার।  পাশের ঘরে ছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত, এসএসকেএমের চিকিত্‍সক তুষারকান্তি পাত্র ও ED’র তদন্তকারী অফিসার মিথিলেশকুমার মিশ্র।


শিক্ষক নিয়োগে দুর্নীতি ও বিপুল টাকার উত্‍স নিয়ে মঙ্গলবার কলকাতায় পার্থ চট্টোপাধ্যায়কে ED-র একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হয়। 



ইডি সূত্রে খবর, মঙ্গলবার রাতে ইডি’র তদন্তকারী অফিসার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে ফোন করে নেবুলাইজার এবং স্লিপ কার্ট ম্যাট্রেস চেয়ে পাঠান। এই বিশেষ ম্যাট্রেসেই ঘুমোন পার্থ।  সেগুলি রাতেই পৌঁছে যায় সিজিও কমপ্লেক্সে। ইডি সূত্রে খবর, ভুবনেশ্বরের এইমস নেবুলাইজার ( Nebulizers ) ও স্লিপ কার্ট (sleep kart mattress) মন্ত্রীর জন্য সুপারিশ করেছে। সেই মতো মন্ত্রীর বাড়ি থেকে আনানো হয় নেবুলাইজার ও স্লিপ কার্ট।