দুর্গাপুর: গতকালের পর ফের আজ। আবার সমস্যা বিমান পরিবহনে। রবিবার এয়ার টার্বুল্যান্সের মধ্যে পড়ে প্রবল সমস্যায় পড়ল অন্ডালগামী একটি যাত্রিবাহী বিমান। মুম্বই থেকে আসছিল স্পাইসজেটের বিমানটি। সেটিই এয়ার টার্বুল্যান্সে পড়ে।


জখম যাত্রীরা:
এয়ার টার্বুল্যান্সে পড়ে প্রবল ঝাঁকুনি হয় যাত্রিবাহী বিমানটিতে। ঝাঁকুনির কারণে বিমানের বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছেন বলে সূত্রের খবর। সূত্রের খবর, অন্ডাল বিমানবন্দরে নামার আগে বিমানে সমস্যা হয়। পরে পরিস্থিতি সামাল দিয়ে বিমান অবতরণ করান পাইলট।


এর আগেও সমস্যা:
শনিবারও বৃষ্টির কারণে সমস্যা হয়। শনিবার সন্ধেয় কলকাতা ও লাগোয়া এলাকায় কালবৈশাখীর দাপট চলে। সেই ঝড়-বৃষ্টির কারণে স্বস্তি মিললেও প্রবল সমস্যা পড়ে বিমান চলাচল।  কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) প্রায় ঘণ্টাখানেক স্তব্ধ হয়ে পড়ে পরিষেবা। শনিবার সন্ধেয় কালবৈশাখীর সময় আগরতলা (agartala) থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় এয়ার টার্বুল্যান্সে (air turbulence) পড়ে একটি বিমান। এয়ার টার্বুল্যান্সে বিমান পড়ায় তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। যার জেরে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়। জানা গিয়েছে, বেশ কয়েকজন যাত্রী আহতও হয়েছেন। প্রায় ৫৫ মিনিটের চেষ্টার পর ইন্ডিগোর বিমানটি শেষমেশ ৮ টা ৫৫ নাগাদ বিমানবন্দরে নামতে সক্ষম হয়। 
বিমানবন্দর সূত্রে খবর সন্ধে ৭ টা ৫০ থেকে রাত ৮ টা ৫০ পর্যন্ত কোনও বিমানই বিমানবন্দর থেকে টেক অফ করতে পারেনি। এই সময়ে কলকাতায় নামার কথা থাকা মোট ৬ টি বিমানকে বিভিন্ন বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। সন্ধে ৮ টা নাগাদ আগরতলা থেকে কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল ইন্ডিগোর এক বিমানের। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় বিমানটি পড়ে এয়ার টার্বুলেন্সের মধ্যে। বিমানে ঝাঁকুনির জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। জানা যায়, কয়েকজন আহতও হয়েছেন। শেষমেশ পরিবেশ থিতু হওয়ার পর রাত ৮ টা ৫৫ নাগাদ বিমানটি অবতরণ করতে সক্ষম হয় কলকাতা বিমানবন্দরে।


কী বলছে বিমান কর্তৃপক্ষ:
স্পাইসজেট বিমান কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, দুর্ভাগ্যজনক ঘটনা, জখম যাত্রীদের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। 


আরও পড়ুন: নকশাল নেতার বাড়ি জবরদখল! মমতার নির্দেশে বসল পুলিশ, শুরু হল মাপজোক