মনোজ বন্দ্যোপাধ্যায়, পাণ্ডবেশ্বর: মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। উল্টোদিক থেকে এসে ধাক্কা বালি বোঝাই লরির। তাতে বেঘোরে মৃত্যু হল এক যুবকের। আর এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল অন্ডালে। ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালান স্থানীয়রা। রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয় যানজটের ফলে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। (Andal Road Accident)
পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অন্তর্গত শঙ্করপুরের খোলামুখ খনির কাছে এই দুর্ঘটনা ঘটে। বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। নিহত যুবককে শুভম রাম বলে শনাক্ত করা হিয়েছে। তিনি হরিপুরের ছাইগাদা পাড়ার বাসিন্দা। বালি ভর্তি লরি এসে তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। (Paschim Bardhaman News)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ২৪-এর ওই যুবক শীতলপুর থেকে সিদুলির দিকে মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলেন। খোলামুখ খনির কাছে পৌঁছলে উল্টো দিক থেকে দুরন্ত গতিতে ছুটে আসা বালিভর্তি একটি লরি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। অন্ডাল থানার অন্তর্গত বনবহাল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর দেহ উদ্ধার করে এবং সেটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
স্থানীয়দের অভিযোগ, বালি ভর্তি লরি ওই রাস্তা দিয়ে বেপরোয়া ভাবেই যাতায়াত করে। চোখের সামনে সব ঘটতে দেখেও এ ব্যাপারে উদাসীন পঞ্চায়েত এবং প্রশাসন। তার জেরে হামেশাই ওই রাস্তায় ছোটখাটো দুর্ঘটনা ঘটতে থাকে। এবার প্রাণ গেল ওই যুবকের। বেপরোয়া লরির চলাচল বন্ধ করতে হবে বলে দাবি তুলেছেন স্থানীয়রা। মৃত যুবকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে বলেও দাবি তুলেছেন তাঁরা।
দুর্ঘটনায় যুবকের মৃত্যুর পর শনিবার স্থানীয়রা শীতলপুর-সিদুলি রাস্তা অবরোধ করে রাখেন দীর্ঘ ক্ষণ। ভাঙচর চালানো হয় ঘাতক লরিটিতে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় অন্ডাল থানার অন্তর্গত বনবহাল ফাঁড়ির পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ছোড়া পঞ্চায়েতের তৃণমূল প্রধান রামচরিত্র পাসোয়ান। তিনি বলেন, "এটি একটি মাত্র রাস্তা। ইসিএল ট্রান্সপোর্টের গাড়ি চলাচল করে। সাধারণ মানুষও যাতায়াত করেন। তাই এত দুর্ঘটনা ঘটে।" মৃতের পরিবারকে প্রশাসনের তরফে খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।