মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: রান্না করতে গিয়ে ভয়াবহ ঘটনা। একটুর জন্য প্রাণে বাঁচলেন এক মহিলা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ঘটনা। রান্না করার সময় সিলিন্ডারের রেগুলেটর (Gas Cylinder catches fire) ঘোরাতেই আগুন লেগে যায় গ্যাসের পাইপে। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আগুন বাড়ছে দেখে তড়িঘড়ি আসরে নামেন স্থানীয়রা। তাঁরাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু কাজ হয়নি। ততক্ষণে খবর পৌঁছয় দমকলে। কিছুক্ষণের মধ্য়েই এলাকায় পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। ব্য়াপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরের (Durgapur News) সগরভাঙা কলোনি এলাকায়।
দমকল বাহিনীর বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগমনী ব্যানার্জি নামের ওই মহিলা বলেন,'আমি শাক রান্না করছিলাম। ওভেনের রেগুলেটর ঘুরিয়েছি। গ্যাস সিলিন্ডারটি বন্ধ করার জন্য সিলিন্ডারের রেগুলেটরও ঘোরাচ্ছিলাম। তখনই দপ করে পাইপে জ্বলে গেল আগুন। আমি বাইরে বেড়িয়ে আসতেই দাউ দাউ করে জ্বলে গেল আগুন।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কবে শুরু হচ্ছে অ্যামাজনের প্রাইম ডে সেল? ক্রেতাদের জন্য কী কী সুযোগ-সুবিধা থাকছে?