কৌশিক গাঁতাইত ও প্রসূন চক্রবর্তী, পশ্চিম বর্ধমান : কারখানার (Factory) গেট আটকে বিক্ষোভ-স্লোগান। ইটবৃষ্টি। কারখানার সিসি ক্যামেরা ভাঙচুর। মঙ্গলবার পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার সামনে ধুন্ধুমার। জামুড়িয়া থানা সূত্রে খবর, অশান্তি ছড়ানোর অভিযোগে আটক করা হয়েছে ৩ বিক্ষোভকারীকে।


বেতন না মিটিয়ে ছাঁটাইয়ের অভিযোগ


বিক্ষোভকারীদের অভিযোগ, বকেয়া বেতন না মিটিয়ে কারখানার বহু শ্রমিককে ছাঁটাই করেছে কারখানা কর্তৃপক্ষ। সেই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কারখানার সামনে বিক্ষোভ দেখান শ্রমিকদের একাংশ। এমনকী স্থানীয় আখলপুর ব্রিজের সামনে পথ অবরোধও করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের হঠাতে পাল্টা লাঠিচার্জ করে জামুড়িয়া থানার পুলিশ।


নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ইট ছোড়ার অভিযোগ করেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের দাবি, কারখানা কর্তৃপক্ষের কাছে টাকা বাকি আছে। বেতন দিচ্ছে না। কারখানার নিরাপত্তারক্ষীরা ইট ছোড়ে। পুলিশ এসে উল্টে আমাদের ওপরেই লাঠিচার্জ করেছে।


তোলাবাজির পাল্টা অভিযোগ


পাল্টা বিক্ষোভকারীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছে কারখানা কর্তৃপক্ষ। জামুড়িয়ার গিরিধন স্পঞ্জ আয়রন ফ্যাক্টরির ডিরেক্টর সুদীপ্ত ভট্টাচার্য বলেছেন, 'এলাকায় কিছু দুষ্কৃতী মাসে ৩ লাখ টাকা করে তোলা তুলত কারখানা থেকে। সেই তোলা বন্ধ করে দেওয়াতেই এই আন্দোলন। ফ্যাক্টরির ভিতরে ভাঙচুর করেছে ওরা।' যে বক্তব্যকে কেন্দ্র করে আবার শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।


আরও পড়ুন- 'দাদাগিরি, মাস্তানি তৃণমূলে চলবে না, বিরোধীরা মনোনয়ন না দিতে পারলে নিজের গাড়ি করে পৌঁছে দেব', নিদান শাসকদলের বিধায়কের


প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভ হয়েছিল। যেখানে ইন্ধনের অভিযোগে গ্রেফতার তৃণমূলের শ্রমিক সংগঠনের দুই শীর্ষ নেতা। এক্সাইড কর্তৃপক্ষের অভিযোগ ছিল, শ্রমিক বিক্ষোভের জেরে কারখানার উৎপাদন ব্যাহত হয়। কয়েকজন ঠিকা শ্রমিক বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্য ঠিকা শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেয়। হলদিয়ার দুর্গাচক থানায় অভিযোগ দায়ের করে এক্সাইড কর্তৃপক্ষ। তার প্রেক্ষিতে দুই ঠিকা শ্রমিককে গ্রেফতার করে পুলিশ পুলিশের দাবি, ধৃত শ্রমিকদের জেরায় উঠে আসে আইএনটিটিইউসি-র তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তাপস মাইতি ও হলদিয়ায় আইএনটিটিইউসি-র বিশেষ পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের নাম। এরপর কারখানা বন্ধে বিশৃঙ্খলা ও উস্কানির অভিযোগে দুই আইএনটিটিইউসি নেতাকেও গ্রেফতার করে পুলিশ। ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টাটা-র একটি সংস্থার আধিকারিককে হুঁশিয়ারি দেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি দেবপ্রসাদ মণ্ডল।