মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: অন্ডালের (Andal) শ্রীরামপুরে এক গৃহবধূর রহস্যমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। রবিবার সকালে শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় পুলিশ আটক করেছেন মৃতার স্বামী ও শ্বশুরকে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ছয়েক আগে গৌড় বাউড়ি নামে পাড়ারই এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় এলাকার বাসিন্দা প্রিয়ার। বেশ কিছুদিন সম্পর্কে থাকার পর গৌড় এবং প্রিয় বিয়ে করেন। তাঁদের চার বছরের একটি সন্তানও রয়েছে। মৃতার পরিবারের পক্ষ থেকে এই ঘটনাকে খুনের ঘটনা বলে দাবি করা হয়েছে। মৃত গৃহবধূ প্রিয়ার বাবা সুভাষ বাউড়ি জানান যে, আজ সকালেই তাঁরা জানতে পারেন যে, তাঁদের মেয়ে মারা গিয়েছে। কিন্তু কীভাবে মারা গিয়েছে বা কখনও মেয়ের মৃত্যু হয়েছে, সে বিষয়ে শ্বশুরবাড়ির কেউ কিছু জানায়নি তাঁদের। মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, খবর পাওয়ার পরই তাঁরা যখন মৃতার শ্বশুরবাড়িতে পৌঁছন, তখন মেয়ের মৃতদেহ তাঁদের দেখতে দেওয়ায় বাধা দেওয়া হয় শ্বশুরবাড়ির সদস্যদের পক্ষ থেকে। এরপর তাঁরা জোর করে ঘরে ঢুকে দেখতে পান, মেয়ের গলায় এবং দেহের নানা জায়গায় দাগ রয়েছে। 


আরও পড়ুন - Paschim Bardhaman TMC: 'নেতারা কীভাবে নির্বাচিত হয়েছেন সবাই জানি', কাঁকসায় দলীয় নেতার মন্তব্যে অস্বস্তিতে শাসকদল | Bangla News


মৃত গৃহবধূ প্রিয়া বাউড়ির বাবা সুভাষ বাউড়ি দাবি করেছেন যে, তাঁর মেয়েকে শ্বাসরোধ করে বা গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে। শ্বশুরবাড়ির লোকেরাই তাঁর মেয়েকে খুন করেছে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। গৃহবধূর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। মৃতার শ্বশুরবাড়ির সামনেই বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি খুনের ঘটনা। ময়নাতদন্তের রিপোর্ট এলেই ওই গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ইতিমধ্যেই এই ঘটনায় মৃতার স্বামী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ।