মনোজ বন্দ্যোপাধ্যায়,পশ্চিম বর্ধমান: বিজেপি-র (BJP) কর্মিসভা ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল পাণ্ডবেশ্বরে। কর্মিসভা শেষ হতে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari) ঘিরে বিক্ষোভ, তৃণমূল (TMC) কর্মীদের লাগাতার স্লোগান। পাল্টা স্লোগান বিজেপি কর্মীদের। আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে। পুলিশের হস্তক্ষেপে শেষে মিটল গণ্ডগোল।


শুভেন্দু-জিতেন্দ্রকে ঘিরে বিক্ষোভ


বুধবার পাণ্ডবেশ্বরে বিজেপি-র কর্মিসভায় যোগ দিয়েছিলেন শুভেন্দু এবং জিতেন্দ্র। কর্মিসভা শেষ হলে তাঁরা বেরোতেই হুলস্থুল শুরু হয়। কর্মিসভা শেষে শুভেন্দু অধিকারী গাড়িতে রওনা হওয়ার সময় একটু দূর থেকে প্রায় জনা দশেক তৃণমূল কর্মী স্লোগান দিতে শুরু করেন। তৃণমূল কর্মীদের স্লোগানের মধ্যেই শুভেন্দু অধিকারীর গাড়ি এলাকা থেকে বেরিয়ে যায়। গাড়িতে ওঠার মুখে তৃণমূল কর্মীদের স্লোগান শুনে তাঁদের দিকে এগিয়ে যান জিতেন্দ্র তিওয়ারি। 


শুভেন্দুকে লক্ষ্য করে তৃণমূল কর্মীদের বলতে শোনা যায়, "ওই চোর চোর চোট্টা... শিশিরের ছেলেটা"। পাল্টা বিজেপি-র লোকজন "ওই চোর চোর চোট্টা... অভিষেকের পিসিটা" রব তোলেন। বেশ খানিক ক্ষণ ধরে এই নিয়ে চলতে থাকে ঝামেলা। আর তাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে। 


আরও পড়ুন: Amit Shah Update: বগটুই নিয়ে মতাদর্শের কথা শাহর, গুজরাত দাঙ্গা স্মরণ করালেন সুজন, অধীররা


এই ঘটনায় এতটাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি যে, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের দিকে এগিয়ে যান বিজেপি নেতা জিতেন্দ্র। তৃণমূল কর্মীদের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, "তোদের দম আছে রে? তোদের দম আছে রে? আয়, আয়, আয়।"  সংবাদমাধ্যমে তিনি বলেন, "সব কটা কয়লা চোর, সব কটা কয়লা চোর। জানে বিজেপি জিতলে আর কয়লা চুরি করতে পারবে না। তাই এই সব করছে"। শেষমেশ দেহরক্ষীরা ছুটে গিয়ে তাঁকে আটকান। এর পর গন্ডগোল থামাতে ছুটে আসতে হয় বিশাল পুলিশ বাহিনীকে। বিক্ষোভকারীদের সরান তাঁরা।


আসানসোল কোসভা কেন্দ্রে উপনির্বাচন


১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। বিজেপি সমর্থক ভোটারদের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে বুধবারই জাতীয় নির্বাচন কমিশনের শাস্তির কোপে পড়েছেন আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সেই পাণ্ডবেশ্বরের ঝাঁঝরাতেই এদিন কর্মিসভা ছিল বিজেপির।


এই ঘটনায় এক তৃণমূল কর্মী বলেন, "এরা গদ্দার, এরা সাম্প্রদায়িক। সারা বছর এদের দেখা যায় না। তৃণমূলের কর্মী আমরা। আমরা নরেন চক্রবর্তী, সুজিত মুখার্জির লোক। কীসের কর্মিসভা? এরা ফায়দা লুটতে এসেছে আর দাঙ্গা বাঁধাতে।" কিন্তু বিজেপি-র কর্মিসভায় তৃণমূল কর্মীরা কীভাবে পৌঁছলেন, সেই প্রশ্ন তুলে গেরুয়া শিবিরের নেতাকর্মীরা পুলিশের সামনে সরব হন।