কৌশিক গাঁতাইত, আসানসোল : বিপজ্জনক বাড়ি ভাঙতে গিয়ে বিপত্তি। ছাদের চাঙড় চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যুকে (Worker Death) কেন্দ্র করে আসানসোলের (Asansol) ডামরা হাটখোলা এলাকায় ধুন্ধুমার। মৃতদেহ আটকে বিক্ষোভ স্থানীয়দের। অভিযুক্ত ঠিকাদারকে আড়াল করার চেষ্টার অভিযোগে তৃণমূলের (TMC) পার্টি অফিস ভাঙচুর। অভিযোগের তির তৃণমূল কাউন্সিলরের দিকে।
আসানসোল পুরসভার ৮৭ নম্বর ওয়ার্ডে এদিন জরাজীর্ণ বাড়ি ভাঙার কাজ চলছিল। ঠিকাদার সংস্থার গাফিলতির জেরেই শ্রমিকের মৃত্যু, অভিযোগ স্থানীয়দের। পরে পুলিশের (Police) আশ্বাসে বিক্ষোভ ওঠে। তৃণমূল কাউন্সিলরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
সোমবার সকাল সাড়ে ৯ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বেশ কিছু জরাজীর্ণ বাড়ি রয়েছে আসানসোলের ডামরা হাটখোলা এলাকায়। সেগুলিকে ভাঙার জন্য স্থানীয় মানুষজনের তরফেই এক ঠিকাদারী সংস্থাকে বরাত দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তেমনই একটি বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ চালানোর সময় এক শ্রমিকের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ। চারজন শ্রমিক বিপজ্জনক বাড়ির ছাদে ওঠে তা ভাঙছিলেন। সেই সময়ই ছাদটি ভেঙে পড়ে। যার নিচে চাপা পড়ে যান কর্মরত এক শ্রমিক। সেখানে ঘটনাস্থলেই শ্রমিক তিলক মাঝির (৪৬) মৃত্যু হয়।
যে দুর্ঘটনার পরই ঘটনাস্থল উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন স্থানীয় ঠিকাদারের বিরুদ্ধে। বিপজ্জনক বাড়িটি ঠিক কী অবস্থায় রয়েছে, সেটা পরখ না করেই শ্রমিকদের তা ভাঙতে ছাদে তুলে দিয়েছিলেন ওই ঠিকাদার, বলেই অভিযোগ করেন স্থানীয়রা। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ চলে। অভিযুক্ত ঠিকাদার স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অফিসে ঢুকে পড়েন আশ্রয় নিতে। কিন্তু উত্তেজিত জনতা তার পিছু নিয়ে পৌঁছে যায় তৃণমূলের সেই পার্টি অফিসে। যারপর পার্টি অফিসের মধ্যে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পার্টি অফিসে ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় কাউন্সিলর। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনীও।
আরও পড়ুন- 'মাকে খুন ও স্ত্রীকে খুনের চেষ্টা' , নদিয়ায় গলায় ফাঁস দিয়ে 'আত্মঘাতী' যুবক
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন