মনোজ বন্দ্যোপাধ্যায়, পাণ্ডবেশ্বর : পরিষেবা পাওয়া যাচ্ছে না গত কয়েকদিন ধরে। এমনই অভিযোগ উঠল পাণ্ডবেশ্বরের পোস্ট অফিসে। ফলে, সমস্যায় পড়েছেন গ্রাহকরা । 


গ্রাহকদের অভিযোগ, গত তিন-চার দিন ধরে তাঁরা পোস্ট অফিসে লেনদেন করতে পারছেন না। দরকারে টাকা তুলতে গেলেও, তা তুলতে পারছেন না।


শঙ্কর রক্ষিত নামে পোস্ট অফিসের এক গ্রাহক  জানান, কয়েক দিন ধরে তিনি পোস্ট অফিসে এসেও ঘুরে যাচ্ছেন। দরকারে টাকা তিনি তুলতে পারছেন না। ফলে, সমস্যায় পড়েছেন তিনি। বলেন, 'পোস্ট অফিসে এলেই লিঙ্ক নেই বলে কাজ হচ্ছে না বলা হচ্ছে। অথচ এ ব্যাপারে কোনও সদুত্তর দিতে পারছে না পোস্ট অফিসের কর্মীরা।'


কবে, ঠিক হবে পরিষেবা ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে গ্রাহকদের মনে। লিঙ্ক বিভ্রাটের জেরে চরম দুশ্চিন্তায় সংশ্লিষ্ট পোস্ট অফিসের পেনশনভোগী গ্রাহকরা । কারণ, মাস গেলেই পেনশনের টাকা তুলে চলে সংসার। আর সেই টাকাই তাঁরা তুলতে পারছেন না।


পোস্ট অফিসে সঞ্চয়-


আজও দেশের বাজারে সরকারি পোস্ট অফিস স্কিমে বিনিয়োগ করতে পছন্দ করে ভারতের একটা বড় অংশ। সরকারি প্রকল্প হওয়ায় এখানে বিনিয়োগ একশো শতাংশ নিরাপদ মনে করেন আমানতকারীরা। সেই ক্ষেত্রে এই স্কিমগুলি সরকারি নিশ্চয়তা পায়। অনেক পোস্ট অফিস স্কিমে বিনিয়োগ করে ট্যাক্স সেভিং স্কিমের সুবিধা পাবেন বিনিয়োগকারী।


পোস্ট অফিস এফডি স্কিম


পোস্ট অফিস এফডি স্কিম টাইম ডিপোজিট স্কিম (পোস্ট অফিস টিডি স্কিম) নামেও পরিচিত। আপনি পোস্ট অফিসে FD আকারে মোট 5 বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। 5 বছরের মেয়াদে বিনিয়োগ করলে আপনি আয়কর ধারা 80C (আয়কর ধারা 80C) এর অধীনে 1.5 লক্ষ টাকা ছাড় পাবেন। আপনি 1,000 টাকা থেকে এই স্কিমে বিনিয়োগ শুরু করতে পারেন। একই সঙ্গে সর্বোচ্চ বিনিয়োগের জন্য কোনও সীমা নির্ধারণ করা হয়নি। পাঁচ বছরের টাইম ডিপোজিট স্কিমে বিনিয়োগ করলে গ্রাহকরা 7 শতাংশ রিটার্ন পান। একই সময়ে পোস্ট অফিসে এক বছরের জন্য বিনিয়োগের জন্য 6.6 শতাংশ, 2 বছর মেয়াদে 6.8 শতাংশ ও 3 বছর মেয়াদে 7.00 শতাংশ সুদের হার অফার করছে। মনে রাখবেন, এই ক্ষেত্রে ট্যাক্সের সুবিধা কেবল 5 বছরের FD-তে পাওয়া যায়।


ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট


জাতীয় সঞ্চয় স্কিম অর্থাৎ জাতীয় সঞ্চয় শংসাপত্র পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিম। এতে বিনিয়োগকারী মোট ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন। এই স্কিমে 7 শতাংশ হারে সুদ পাওয়া যায়। আপনি চক্রবৃদ্ধি আকারে এই সুদ পাবেন। এই স্কিমেও, আপনি 1,000 থেকে 100 টাকার গুণে যত খুশি বিনিয়োগ করতে পারেন৷ আপনি যদি এই স্কিমে 5 বছরের জন্য 1,000 টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনি বিনিময়ে 1403 টাকা পাবেন৷ এই স্কিমেও বিনিয়োগ করে আপনি আয়করের ধারা 80C এর অধীনে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন। এই স্কিমের অধীনে বিনিয়োগ করলে আপনি ঋণের সুবিধাও পাবেন।