অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের দাঁতনে তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়ির নির্মীয়মাণ অংশে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় ভাঙল দেওয়াল। পাশের বাড়ির দেওয়ালেও ফাটল ধরে।
স্থানীয় সূত্রে খবর, দাঁতন ২ নম্বর ব্লকের তুরকা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার বাড়ির নির্মীয়মাণ অংশে গতকাল রাতে বিস্ফোরণ হয়।কেঁপে ওঠে গোটা এলাকা। রাতে ঘটনাস্থলে যান বেলদার এসডিপিও। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে বোমা মজুত করছে তৃণমূল। বোমা নয়, বাজি ফেটেছে, পাল্টা দাবি শাসকদলের। কী ধরণের বিস্ফোরণ, তা নিয়ে মুখে কুলুপ পুলিশের।
কখন এই ঘটনা:
রবিবার রাত। গোটা এলাকা তখন ঘুমিয়ে। সেই সময়েই হঠাৎ প্রবল বিস্ফোরণের আওয়াজ। রবিরার রাতের নিস্তব্ধতা কাটিয়ে কেঁপে ওঠে গোটা এলাকা। শোরগোল পড়ে যায় পশ্চিম মেদিনীপুরের দাঁতনের তুরকা এলাকায়।
কোথায় বিস্ফোরণ:
স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যার নির্মীয়মাণ বাড়ির একটি অংশে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে বাড়ির একপাশের দেওয়াল। টুকরো টুকরো হয়ে ইট, বাড়ি তৈরির সরঞ্জাম ছড়িয়ে পড়ে চারপাশে। ফাটল ধরে পাশের একটি বাড়়িতেও। কালীপুজোর আগের রাতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার নির্মীয়মাণ দোকানে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন বেলদার এসডিপিও (SDPO)।
একাধিক প্রশ্ন:
কী কারণে বিস্ফোরণ? কোথা থেকে এল বিস্ফোরক? এটি কি বোমা বিস্ফোরণ? নাকি অন্য কোনও ঘটনা? বাজির মশলা থেকে কি বিস্ফোরণ ঘটেছে? এমনই নানা প্রশ্ন ঘুরছে এলাকায়। যদি এই বিষয়ে কিছুই বলতে চাননি তৃণমূলের পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামী।
রাজনৈতিক তরজা:
এমন ঘটনায় এলাকায় যেমন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তেমনই শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজা। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'পঞ্চায়েত ভোটের আগে বোমা মজুত করছে তৃণমূল। পুলিশ এসব দেখছে না।' পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, 'এটা তৃণমূলের গড়। কোথায় একটা পটকা ফেটেছে তাই নিয়ে আজেবাজে বলছে।'
তদন্তে পুলিশ:
কিন্তু, কী করে এরকম জোরাল বিস্ফোরণ হল? পুলিশ সূত্রে দাবি, বাজি থেকে বিস্ফোরণ, নাকি বোমা বিস্ফোরণ? তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও, বিস্ফোরণের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: ডাকাতদের হাত ধরে পুজোর শুরু, কাটোয়ার খেপি মায়ের গায়ে থাকে কয়েক কোটি টাকার গয়না